বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেরেও লোয়ার অর্ডারের প্রশংসায় কোহলি

পরিকল্পনামতো সব হয়নি। তারপরও ভালো লড়াই হয়েছে। ৪ উইকেটে ৫০ থেকে ১৮০ রান (লক্ষ্য) ভালোই। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে টপ অর্ডার একদিন ব্যর্থ হতেই পারে। হার্দিক ও জাদেজার রান পাওয়া এবং ধোনির চাপ শুষে নেয়ার ব্যাপারগুলো ইতিবাচক
নতুনধারা
  ২৭ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক

বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়েও শনিবার নিউজিল্যান্ড পেসারদের বিপক্ষে ধুঁকেছে ভারত। ট্রেন্ট বোল্টের তোপেই তো দলটির টপ অর্ডার ভেঙে পড়ে মাত্র ৩৯ রানে। সেখান থেকে অবশ্য দলটিকে ১৭৯ রানে পৌঁছে দেন রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব। কিন্তু ইংল্যান্ডের মাঠে এবার যে এই রান কোনো দলের জয়ের জন্য নিরাপদ নয়। স্বাভাবিকভাবেই অনায়াসেই ৬ উইকেটে জিতেছে কিউইরা। এরপর থেকে তো সমালোচনায় পড়েছে ভারত। তবে প্রস্তুতি ম্যাচ বলে ব্যাপারটিকে অতটা গুরুত্ব দিচ্ছেন না দেশটির সমর্থকরা। ভারত অধিনায়কও ইতিবাচক। লোয়ার অর্ডারের প্রশংসা করতেও ভোলেননি তিনি।

মেঘলা আবহাওয়ার মধ্যে শনিবার ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে ১৭৯ রান তোলা সহজ কথা নয়। শেষের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ইনিংস এতটা টানতে পেরেছে ভারত। আটে নেমে ৫৪ রান করেন রবীন্দ্র জাদেজা। ১৯ রান এসেছে কুলদীপ যাদবের ব্যাট থেকে। যে কারণে লোয়ার অর্ডারের প্রশংসা করেন কোহলি, 'পরিকল্পনামতো সব হয়নি। তারপরও ভালো লড়াই হয়েছে। ৪ উইকেটে ৫০ থেকে ১৮০ রান (লক্ষ্য) ভালোই। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে টপ অর্ডার একদিন ব্যর্থ হতেই পারে। হার্দিক ও জাদেজার রান পাওয়া এবং ধোনির চাপ শুষে নেয়ার ব্যাপারগুলো ইতিবাচক।'

প্রস্তুতি ম্যাচ বলেই সম্ভবত কোনো আলোচনা হচ্ছে না। তা ছাড়া নিউজিল্যান্ডও শনিবারের জয়কে হালকা চোখেই দেখছে। রস টেলর বলেছেন, প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপে কাজে আসবে কমই। কিন্তু বিরাট কোহলিদের তো এসব কথায় কান দেয়ার সময় নেই। ভীষণ বাজে হয়েছে টপ অর্ডার ব্যাটিং। দাঁড়াতে পারেনি মিডল অর্ডারও। শেষ অবধি লেজের ব্যাটসম্যানদের দৃঢ়তায় সংগ্রহটাকে মোটামুটি ভদ্রস্থ চেহারা দিতে পেরেছে ভারত। প্রস্তুতি ম্যাচ বলে যতই উড়িয়ে দেয়ার চেষ্টা থাকুক। ভারতীয় ব্যাটসম্যানদের এই ব্যর্থতা দুশ্চিন্তায় ফেলতে বাধ্য সমর্থকদের।

কোহলি সেটি বুঝতে পারছেন। কিন্তু ভারতীয় অধিনায়ক এরপরও ইতিবাচক। ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া হয়তো পরে করবেন, শনিবারে হারের পর সবার আগে বুঝিয়ে দিলেন সতীর্থদের প্রাপ্য প্রশংসাটুকু। মেঘলা আবহাওয়ার মধ্যে ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল ভারত। এখান থেকে ১৭৯ রান তোলা সহজ কথা নয়। শেষের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ইনিংস এতটা টানতে পেরেছে ভারত। আটে নেমে ৫৪ রান করেন রবীন্দ্র জাদেজা। ১৯ রান এসেছে কুলদীপ যাদবের ব্যাট থেকে।

হার্দিক পান্ডিয়া করেন ৩৭ বলে ৩০ রান। ৪২ বলে মহেন্দ্র সিং ধোনি করেন ১৭ রান। নিউজিল্যান্ড ৭৭ বল হাতে রেখে ম্যাচটি জিতেছে ৬ উইকেটে। তারপরও কোহলি প্রশংসা করেছেন বোলারদের, 'আমরা ভালো বোলিং করেছি। ওভার প্রতি চার-সাড়ে চার করে রান দিয়েছি। ফিল্ডাররা এবার বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে। আমাদের আসলে তিনটি বিভাগেই আরও ভালো করতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51278 and publish = 1 order by id desc limit 3' at line 1