বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্দয় সমালোচনার কড়া জবাব তামিমের

একজন খেলোয়াড়ের জীবনে দুইটা পার্ট থাকে। ভালো খেলবেন নয়তো ভালো খেলবেন না। খালি আপনি ভালো খেললেই সাথে থাকবেন এমন না, খারাপ খেললেও সাথে থাকতে হবে। মেগা ইভেন্টে প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলে না
ক্রীড়া প্রতিবেদক
  ১৬ জুন ২০১৯, ০০:০০

বাংলাদেশ ক্রিকেটে এটা নতুন কিছু নয়। দল যখন ভালো অবস্থানে থাকে না। টানা কয়েকটা ম্যাচ হারে। তখনই হঠাৎ করে অনেক 'ক্রিকেট পন্ডিত' জন্ম নেন! আর অধুনা ফেসবুক কেন্দ্রিক এই 'ক্রিকেট স্যার'রা প্রতিনিয়ত বাংলাদেশ ক্রিকেট দলকে পরামর্শ দিচ্ছেন। সমালোচনায় ধুয়ে ফেলছেন বিশ্বকাপে খেলা বাংলাদেশের ক্রিকেটারদের।

'একাদশে থাকার যোগ্য নন মাশরাফি'- ভারতীয় সাবেক পেসার অজিত আগারকারের এই মন্তব্যের পর বাংলাদেশের কিছু মানুষও মেতেছেন অধিনায়কের সমালোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে যার কিছুটা চোখে পড়েছে তামিম ইকবালের। এ ক্রিকেটারের অনুরোধ কিছু লেখা বা বলার আগে বাংলাদেশের ক্রিকেটের জন্য মাশরাফি বিন মর্তুজার অবদানের কথা একটু স্মরণ করতে।

বিশ্বকাপে শুরুর তিন ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তামিম নিজেও। সমালোচনা থেকে দূরে নয় এ ওপেনারও। নিজের কথা না ভাবলেও বিশ্বকাপের মাঝপথে মাশরাফিকে নিয়ে সমালোচনায় মর্মাহত তামিম। টন্টনের সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে ব্যাটিং অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসে জানতে চান যারা এইসব নির্দয় সমালোচনা করছেন তারা কারা?, 'কথাটা বলে কারা সেটা গুরুত্বপূর্ণ। কারা কথা বলছে? আমি আমার কথা বাদ দেই। আমি মাশরাফি ভাইয়ের কথাই বলি। আমি কোনো একটা সাক্ষাৎকারে বলছিলাম, ধরেন যারা এই কথাটা লিখছে বা যারা এই আলোচনা করছে তারা যদি ওই লেখাটা লেখার আগে বা ওই কথাটা বলার আগে দুটা মিনিট যদি একটু চিন্তা করে যে, আমি কার ব্যাপারে বলছি। সে (মাশরাফি) কত কিছুই না করেছে শেষ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের জন্য।'

মাশরাফিকে আনফিট, এমন মন্তব্যের জবাবে তামিম বলেন, 'এখন ধরেন সে আনফিট! যদি আনফিটের কথা বলতে হয় সে দশ বছর ধরেই আনফিট। তার দুটা হাঁটু তো কোনো সময়ই ভালো ছিল না। তখন কিন্তু আমরা সেটা আবেগ দিয়ে দেখেছি। এখন হয়তোবা পারফরম্যান্সে একটু উনিশ-বিশ হচ্ছে, আমরা এটাকে অনেক বড় করে দেখছি। এমন একজন ব্যক্তির ব্যাপারে আমরা বলছি যে, ওই ব্যক্তির হাত ধরেই আজ কিন্তু আমাদের এখানে আসা। দল হিসেবে তো বটেই আমার নিজেরও।'

মাশরাফিকে নিয়ে তামিম বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক মনে হয় আমার কাছে। কারণ উনি যা করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশে ক্রিকেটকে এখানে আনার জন্য। উনার ব্যাপারে এইভাবে মন্তব্য করা বা এভাবে আলোচনা করা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। সে অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্য। সে যা দিচ্ছে! কিছু কিছু বিদেশি মানুষ বলেছে আমি শুনেছি। তো উনারা নিজেদের জীবনে কি করেছেন? সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা। ওনারা নিজেদের জীবনে কী করেছেন যে একটা মানুষকে নিয়ে এভাবে বলা! দেশের বাইরের মানুষ কী বলছেন এটা নিয়ে ভাবছি না। সবাই মতামত দিতে পারেন। কিন্তু দেশের মানুষের এটা বোঝা উচিত আমি যখন মাশরাফি বিন মর্তুজার ব্যাপারে একটা কথা বলছি তিনি দেশের জন্য কী করেছেন।'-অনবরত বলে যান তামিম।

সমর্থকদের প্রতি তামিম অনুরোধ জানান, দুধের মাছি না হয়ে খারাপ সময়েও খেলোয়াড়দের পাশে থাকতে এবং ছন্দে ফিরতে উৎসাহ জোগাতে, 'একজন খেলোয়াড়ের জীবনে দুটা পার্ট থাকে। ভালো খেলবেন নয়তো ভালো খেলবেন না। খালি আপনি ভালো খেললেই সাথে থাকবেন এমন না, খারাপ খেললেও সাথে থাকতে হবে। মেগা ইভেন্টে প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলে না। যে টিম চ্যাম্পিয়নও হবে তাদের ১১জন খেলোয়াড়ই কিন্তু ভালো খেলবে না। কিছু খেলোয়াড় ফর্মে থাকবে, কিছু থাকবে না। মাশরাফি ভাই টিমের জন্য কত কিছু করেছেন সেটি আমাদের মনে রাখা উচিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53795 and publish = 1 order by id desc limit 3' at line 1