logo
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯, ৭ অগ্রহায়ণ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ০৫ জুলাই ২০১৯, ০০:০০  

সুইডেনকে হারিয়ে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস

সুইডেনকে হারিয়ে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস
নারী বিশ্বকাপের ফাইনালে ওঠায় উচ্ছ্বাসে মেতে ওঠেন নেদারল্যান্ডসের মেয়েরা -ওয়েবসাইট
নারী বিশ্বকাপে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। আরেকটা ম্যাচ জিতে গেলে সেটা ইতিহাসের চাইতেও হবে বেশিকিছু! তার আগে ফাইনাল নিশ্চিত করেছে সুইডেনকে হারিয়ে।

গত মঙ্গলবার আসরের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে একটানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র।

বুধবার রাতে ফ্রান্সের লিওতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের অতিরিক্ত সময়ে গোল পেয়ে উলস্নাসে মেতে উঠে নেদারল্যান্ডস। এর আগে নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর অতিরিক্ত সময়ে ৯৯ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন জ্যাকি গ্রোয়েনেন। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ম্যাচ শেষ করে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

যদিও ম্যাচে সবদিক থেকেই এগিয়ে ছিল নেদারল্যান্ডসের মেয়েরা। সুইডেনের ১১ শটসের বিপরীতে ১৫টি শট নেয় নেদারল্যান্ডস। যেখানে সুইডিশদের ৩টি টার্গেট শটের পরিবর্তে ৫টি টার্গেট শট ছিল। ফ্রান্সের লিওতে আগামী ৭ জুলাই রোববার ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে