logo
সোমবার ১৪ অক্টোবর, ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ০৬ জুলাই ২০১৯, ০০:০০  

বিশ্বকাপের পরও মাশরাফিকে চান ভক্তরা

বিশ্বকাপের পরও মাশরাফিকে চান ভক্তরা
বিশ্বকাপের পর খেলবেন কি না পরিষ্কার করে কিছু জানাননি। তবে আজই যে তার শেষ বিশ্বকাপ ম্যাচ সেটা স্পষ্ট। বিশ্বকাপে মাশরাফি মর্তুজার বিদায়ী ম্যাচে ভক্তরা আবেগাক্রান্ত। লর্ডসে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অনেকেই বিশ্বকাপের পর খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে।

লন্ডনে পড়াশোনা করা সৈয়দ রাসেল আরও বেশ কিছু দিন জাতীয় দলে দেখতে চান মাশরাফিকে। এ বিষয়ে তিনি বললেন, 'আমি চাই বিশ্বকাপের পরও মাশরাফি খেলা চালিয়ে যাক। মাশরাফির মতো নেতা পাওয়া কঠিন। তার পক্ষে আগামী বিশ্বকাপ খেলা সম্ভব নয়। তবে তিনি আরও বছরখানেক খেলতে পারলে জাতীয় দলকে গুছিয়ে নেয়া যাবে।'

কেউ কেউ অবশ্য প্রকৃতির নিয়ম মেনে শুভকামনা জানিয়েছেন মাশরাফিকে। বার্মিংহাম থেকে খেলা দেখতে আসা ব্যবসায়ী আশরফুল হকের কথা, 'একদিন তো সবাইকে চলে যেতে হবে। পুরানোদের জায়গা নেবে নতুনরা। আশা করি, অবসর সময় ভালো কাটবে মাশরাফির।'

বিশ্বকাপে মাশরাফির পারফরম্যান্সে অনেকের মনেই জমেছে ক্ষোভ। তবে জাকির হাসান তাদের মধ্যে নেই। 'নড়াইল এক্সপ্রেস'কে নিয়ে তার মূল্যায়ন, 'প্রত্যেক খেলোয়াড় নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেন। হয়তো কিছু ভুল আছে, কিন্তু মাশরাফি ইজ মাশরাফি। তার মতো আরেকজন অধিনায়ক পাওয়া খুব কঠিন। আশা করি, ভালো সময়েই তিনি অবসরে যাবেন। বিশ্বকাপে তার বিদায়ী ম্যাচের সাক্ষী হতে পেরে ভালো লাগছে।'

আর তাই মাশরাফিকে নিয়ে সমালোচনায় অনেকেই ক্ষুব্ধ। একজন বললেন, 'মাশরাফি বাংলাদেশের একজন কিংবদন্তি। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পেছনে তার বিশাল অবদান। তার প্রতি আমার শুভকামনা।' এদিকে লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে খেলা দেখতে আসা ব্যবসায়ী ফারুক খানের মন্তব্য, 'আমরা মাশরাফিকে পছন্দ করি, তাকে সবসময় সমর্থন করি। আমরা চাই মাশরাফির মতো আরও মাশরাফির জন্ম হোক।'

বিশ্বকাপে মাশরাফির শেষ ম্যাচ ঘিরে লর্ডস প্রাঙ্গণে আবেগের ঢেউ। গ্যালারিতে চার বন্ধুর হাতে একটি পস্ন্যাকার্ড, যেখানে লেখা 'মাশরাফি, তুমি লাল সবুজের ভালোবাসা। আমাদের অধিনায়ক আমাদের গর্ব' লেখা পস্ন্যাকার্ড হাতে এক ব্যক্তি বললেন, 'বিশ্বকাপে মাশরাফির বিদায়ী ম্যাচের সাক্ষী হতে পেরে ভালো লাগছে। মাশরাফি বাংলাদেশের গর্ব। তিনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তাই আমি খুবই গর্বিত।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে