বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের বৌভাতে চার হাজার অতিথি

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ জুলাই ২০১৯, ০০:০০
বৌভাত অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও তার নববধূ সুমাইয়া পারভীন শিমু -সংগৃহীত

মহাধুমধামে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বৌভাত। শনিবার তার বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে অন্তত চার হাজার মানুষ আমন্ত্রিত ছিলেন। সকাল থেকেই মুস্তাফিজের বাড়িতে আসতে থাকেন অতিথিরা। তাদের আগমনে মুখরিত হয়ে ওঠে তার বাড়ি। আনন্দ আসরে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিশিষ্টজনরা।

সব মিলিয়ে মুস্তাফিজের বৌভাতে অংশ নেন অন্তত চার হাজার অতিথি। তাদের আপ্যায়নে ৫০টি ছাগল আর ১০টি গরু জবাই করা হয়। দুপুরে অতিথিদের খাসির মাংসের বিরিয়ানি, গরুর মাংস, দই আর কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়।

মুস্তাফিজের বাবা আবুল কাশেম ছাড়া তার পরিবারের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তিনি তার পুত্র ও পুত্রবধূর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

\হএর আগে শুক্রবার সন্ধ্যায় পিতার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পৌঁছান কনে সুমাইয়া পারভীন শিমু। সাদা রঙের পাজেরো গাড়িতে মুস্তাফিজুর রহমান তার সহধর্মিণীকে নিয়ে পৌঁছান বাড়িতে। নববধূর আগমনে বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনদের মিলনমেলায় পরিণত হয় পুরোবাড়ি।

মুস্তাফিজের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। এ বাড়িতেই বধূ হয়ে এসেছেন শিমু।

পাঁচ লাখ এক টাকা দেনমোহরে গত ২২ মার্চ তাদের বিয়ে হয়। শিমু সম্পর্কে মুস্তাফিজের মামাতো বোন।

নববধূ সুমাইয়া পারভিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা মো. রওনাকুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের নিয়ে থাকেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে।

শিমু ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউলস্নাহ কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে পাস করেন এসএসসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58143 and publish = 1 order by id desc limit 3' at line 1