শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেট ছেড়ে ফুটবলার হতে চেয়েছিলেন ওকস

ক্রীড়া ডেস্ক
  ১৫ জুলাই ২০১৯, ০০:০০
নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে আউট করায় ক্রিস ওকসকে ঘিরে সতীর্থরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন -ওয়েবসাইট

ইংল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তুলে গোটা দেশে নায়ক বনে গেছেন পেসার ক্রিস ওকস। তাকে নিয়ে হুট করে বেড়েছে আগ্রহ। যা হয়, ওকসের ছোট থেকে বেড়ে ওঠার পথেও পড়ছে নজর। সে সূত্রেই জানা গেল, তিনি না-কি ক্রিকেটটা ছেড়ে দিয়ে হতে চেয়েছিলেন ফুটবলার!

গত বৃহস্পতিবার বার্মিংহামে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে শুরুতেই ধসিয়ে দেয়ার নায়ক ওকস। ৮ ওভার বল করে ২০ রানে ৩ উইকেট নিয়ে অজিদের বেঁধে রাখেন ২২৩ রানে। ব্যাটিং উইকেটে অমন বোলিং! দলের বিশাল জয়ে তাই সহজেই হয়েছেন ম্যাচসেরা। বার্মিংহামে যে মাঠে ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিলেন, তার খুব কাছেই ওকসের বাড়ি। বেড়ে ওঠার পুরোটা সময় কেটেছে ওই শহরেই। সেখানকার অ্যাস্টন ম্যানর ক্লাবে ক্রিকেট খেলতেন। সে সময় ফুটবলের পোকাও মাথায় ঢুকে গিয়েছিল তার। ফুটবলটাও খেলতেন ভালোই। স্বপ্ন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায় খেলবেন।

অ্যাস্টন ম্যানরে ওকসের কোচ কেইথ ফোরম্যান জানালেন সে গল্প, 'ছোট বেলায় ও দুর্দান্ত ফুটবলার ছিল। যখন ওর বয়স ১৪, তখন তাকে অপশন দেয়া হলো- ক্রিকেট না ফুটবল। সে তখন বলেছিল যদি অ্যাস্টন ভিলায় সুযোগ পাই, তাহলে আমি ফুটবলই খেলতে চাই।' ৬৫ বছর বয়সী ফোরম্যান বলছিলেন, 'ভাগ্যিস সে সুযোগ তার হয়নি। ওটাই তার জীবনের সেরা সিদ্ধান্ত (ক্রিকেটে থাকা) ছিল। কারণ এই খেলাতেই সে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার মতো।'

ওকসের শৈশবের কোচের ধারণা, ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তুরুপের তাস হবেন ওকস। আর সেটা হলে সবচেয়ে গর্বিত হবেন ফোরম্যানই, 'আমাদের ক্লাবের কেউ বিশ্বকাপ জিতলে, সেটা হবে ভীষণ রোমাঞ্চকর ব্যাপার। সিমে বল ফেলার দক্ষতা একদম ছোটবেলা থেকেই আয়ত্তে আনেন সে। আমি ওকে বল দিয়ে দেখিয়ে বলতাম সিমে মার, সে ওটাই করত। আবার বলতাম, আবারও করত। আসলে ওর প্রকৃতি-প্রদত্ত কিছু দক্ষতা পেয়েছিল।'

ভীষণ লাজুক প্রকৃতির এবং শান্ত কিন্তু বিশেষ ক্ষমতার অধিকারী হিসেবে শিষ্যকে উলেস্নখ করে ফোরম্যান দিলেন দারুণ এক ভবিষ্যদ্বাণী, 'ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে, ওকস হবে আরও বড় হিরো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58315 and publish = 1 order by id desc limit 3' at line 1