শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লংকায় কঠিন পরীক্ষা দেখছেন তামিম

এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দলটার প্রমাণ করার অনেক কিছু আছে। চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে যাচ্ছে না। সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলংকার হোম কন্ডিশনে সিরিজটা খুবই কঠিন হতে যাচ্ছে
ক্রীড়া প্রতিবেদক
  ২১ জুলাই ২০১৯, ০০:০০
দলের গুরুত্বপূর্ণ চার ক্রিকেটার ছাড়া শ্রীলংকা সফরকে কঠিন বলে মনে হচ্ছে তামিম ইকবালের কাছে। শনিবার দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের তেমনটি বললেন তিনি -ওয়েবসাইট

আগেই জানা ছিল, ছুটিতে থাকায় সাকিব আল হাসান ও লিটন দাস যাচ্ছেন না এবারের শ্রীলংকা সফরে। সেই তালিকায় নতুন করে শুক্রবার রাতে যোগ হলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিনের নামও। দুজনেই ছিটকে গেছেন চোটের কারণে। দলের চার নিয়মিত সদস্যকে ছাড়া লংকা সফরে গিয়ে কেমন করবে বাংলাদেশ? দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তরটা দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল। বলেছেন, সিরিজটা খুবই কঠিন হতে যাচ্ছে।

কয়েক ঘণ্টা আগেও তামিম ছিলেন কেবলই একজন বাঁহাতি ওপেনার। কিন্তু অধিনায়ক মাশরাফি পেয়েছেন চোট আর সহ-অধিনায়ক সাকিব আছেন ছুটিতে। ফলে তার কাঁধে উঠেছে নেতৃত্বভার। তামিমের অধীনে থাকা ১৪ সদস্যের দলটার চেহারাও ভিন্ন। মাশরাফি-সাইফউদ্দিনের বদলে দলে ফিরেছেন তাসকিন আহমেদ-ফরহাদ রেজা। আর সাকিব-লিটনের পরিবর্তে আগেই লংকা সফরে জায়গা করে নিয়েছিলেন এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। নতুন অধিনায়ক ও নতুন করে সুযোগ পাওয়াদের নিয়ে শ্রীলংকার বিপক্ষে ভালো করতে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে বাংলাদেশকে।

আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলংকার বিপক্ষে সবশেষ তিন দেখায় বাংলাদেশ তিনটিতেই জিতলেও এবার সিরিজটা যে কঠিন হতে যাচ্ছে, শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি জানিয়ে গেলেন তামিম, 'এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দলটার প্রমাণ করার অনেক কিছু আছে। চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে যাচ্ছে না। সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলংকার হোম কন্ডিশনে সিরিজটা খুবই কঠিন হতে যাচ্ছে। তবে আগের সিরিজগুলোয় দেখেছি, আমরা ভালো করেছি ওদের সঙ্গে। আশা করি, ভালোভাবে এবারও চ্যালেঞ্জ উতরে যাব আমরা।'

বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি তামিমের। গোটা আসরে ব্যাট হাতে ছিলেন নিজের ছায়া হয়ে। ছন্দে ফিরতে লংকানদের বিপক্ষে সিরিজটা বেশ ভালো সুযোগ তার জন্য। কিন্তু তার ওপরে এসে পড়েছে নেতৃত্ব। এই বাড়তি দায়িত্বের চাপ সামলাতে পারবেন তো তিনি? তবে এসব নিয়ে চিন্তিত না হয়ে ভালো একটা অভিজ্ঞতা অর্জনের প্রত্যাশা করছেন তামিম, 'সত্যি কথা বলতে, আমি এভাবে চিন্তা করি না। কোনোকিছু খারাপ হলে সেটা নিয়ে যদি আপনি সারাদিনই ভাবতে থাকেন, তাহলে সেটা আপনার জন ক্ষতিকর। তাই সামনে তাকাতে হয়, ইতিবাচকভাবে চিন্তা করতে হয়। আমিও তা-ই করছি। ইতিবাচক থাকতে হবে। আশা করছি, দল হিসেবে ভালো একটা সিরিজ কাটাব আমরা আর সবকিছু বদলে যাবে।'

মাশরাফি-সাইফউদ্দিন নেই। সাকিব-লিটন দাস আছেন ছুটিতে। মাহমুদউলস্নাহ শতভাগ ফিট নন। লংকানদের বিপক্ষে ভালো করতে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে বাংলাদেশকে। তবে তামিম মনে করেন, নতুন যারা সুযোগ পেয়েছেন, তারা যদি ভালো করতে পারেন, ভালো একটা সিরিজই হবে বাংলাদেশের জন্য। চ্যালেঞ্জটা অবশ্য তামিমের জন্যই বেশি। ২০১১, ২০১৫ বিশ্বকাপের মতো এবারও ভালো করতে পারেননি বাঁহাতি ওপেনার। অনেক দিন ব্যাট কথা বলছে না প্রত্যাশামতো, এর মধ্যে এসে পড়েছে আবার অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব। এই দায়িত্বের চাপে তামিমের চিড়েচ্যাপ্টা হয়ে পড়ার ঘটনা অনেকবারই দেখা গিয়েছে ঘরোয়া ক্রিকেটে।

দলের সেরা ব্যাটসমস্যান হলেও বিশ্বকাপে নিজের ছায়া হয়ে ছিলেন তামিম। বিশ্বকাপ শেষ করতেই পেয়েছেন কক্ষপথে ফেরার সুযোগ। দুঃসময় পেছনে ফেলতে শ্রীলংকা সিরিজে পাখির চোখ করছেন টাইগার ওপেনার। বাজে সময় ভুলে ভাবতে চান কেবল সামনের চ্যালেঞ্জ নিয়েই বললেন তামিম, 'সামনে নতুন চ্যালেঞ্জ। খারাপ হলে আর সারাদিন তা ভাবতে থাকলে ওটা ক্ষতিকর হয়। নতুন করে শুরু করতে হবে। আশা করি ভালো সময় সামনে আসবে।'

আগামী ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬, ২৮ ও ৩১ জুলাই খেলবে তিনটি ওয়ানডে। তামিমসহ সাতজন ক্রিকেটার গেলেন শ্রীলংকায়। বিসিবি একাদশের হয়ে খেলতে থাকা তাসকিন ও তাইজুল ভারত থেকে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। আর বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলতে চট্টগ্রামে থাকায় সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, এনামুল হক বিজয় ও ফরহাদ রেজারা রওনা হবেন সোমবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59172 and publish = 1 order by id desc limit 3' at line 1