মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাজিল-জামাির্ন লড়াই দ্বিতীয় পবের্ই?

যদিও এখনো কিছুই নিশ্চিত নয়। তবে পঁাচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আর বতর্মান চ্যাম্পিয়ন জামাির্নর পথ আর সমীকরণ বলছে দ্বিতীয় পবের্ তারা মিলবে একই বিন্দুতে। তবে সেই বিন্দুটা মোটেও মিল-মহব্বতের নয়। বরং ভীষণ কঠিন এক লড়াইয়ের মঞ্চ
ক্রীড়া ডেস্ক
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২৩:৩৮

সোচিতে শনিবার বঁাচা-মরার এক লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও সুইডেনের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে জামাির্ন। এ যাত্রায় টনি ক্রুসের কল্যাণে বতর্মান চ্যাম্পিয়নরা ২-১ গোলে জিতে বঁাচিয়ে রেখেছে নকআউট পবের্ খেলার আশা। তবে যেভাবে এগুচ্ছে রাশিয়া বিশ্বকাপের গ্রæপ পযাের্য়র খেলা, তাতে পরবতীর্ পবের্ অনেক জটিল সমীকরণের মুখোমুখি হতে চলেছে টপ ফেভারিটরা। ‘ই’ আর ‘এফ’ গ্রæপের লড়াই যে পথে এগোচ্ছে, তাতে দ্বিতীয় পবের্ই দেখা হয়ে যেতে পারে জামাির্ন আর ব্রাজিলের।

যদিও এখনো কিছুই নিশ্চিত নয়। তবে পঁাচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আর বতর্মান চ্যাম্পিয়ন জামাির্নর পথ আর সমীকরণ বলছে দ্বিতীয় পবের্ তারা মিলবে একই বিন্দুতে। তবে সেই বিন্দুটা মোটেও মিল-মহব্বতের নয়। বরং ভীষণ কঠিন এক লড়াইয়ের মঞ্চ। যেখানে ব্রাজিল পাবে গত বিশ্বকাপ সেমিফাইনালে ‘সেভেন আপে’র দুঃসহ স্মৃতি ফিরিয়ে দেয়ার সুযোগ। আর জামাির্ন? ব্রাজিলিয়ানদের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দেয়ার চেষ্টাই থাকবে জোয়াকিম লোর শিষ্যদের।

অঙ্ক মেলানোর আগে এটা বলে নেয়া ভালো দ্বিতীয় পবের্ ব্রাজিল-জামাির্ন লড়াইয়ের পথ তৈরি করে দিয়েছে এবারের বিশ্বকাপের এই সমীকরণ; ‘ই’ গ্রæপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ‘এফ’ গ্রæপের রানাসর্আপ দল। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জামাির্ন এখন ‘এফ’ গ্রæপে দ্বিতীয়। তাদের সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীষের্ মেক্সিকো। শেষ ম্যাচে জামাির্নর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং ধরেই নেয়া যায় এই ম্যাচটা জিতবে জোয়াকিম লোর শিষ্যরাই। তাতে ৬ পয়েন্ট হবে তাদের। তাই সুইডেনের বিপক্ষে মেক্সিকো তাদের শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ‘এফ’ গ্রæপ চ্যাম্পিয়ন হবে। রানাসর্আপ হবে জামাির্ন।

এবার আসা যাক ‘ই’ গ্রæপের সমীকরণে। যেখানে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীষের্ ব্রাজিল। সুইজারল্যান্ডের সংগ্রহও তাদের সমান ২ ম্যাচে ৪ পয়েন্ট। সুইসদের (?+১) সঙ্গে ব্রাজিল (?+২) এগিয়ে গোল ব্যবধানে। এই গ্রæপের শেষ দুটি ম্যাচে ব্রাজিল ও সুইজারল্যান্ডের প্রতিপক্ষ যথাক্রমে সাবির্য়া ও কোস্টারিকা। চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে তাদের শেষ ম্যাচটা জিততে হবে। ঝামেলা হলো, সুইসরাও তাদের শেষ ম্যাচটা জিতলে ব্রাজিল ও তাদের পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে ব্রাজিল গোলব্যবধানে সুইসদের চেয়ে এগিয়ে থাকলে তারাই হবে ‘ই’ গ্রæপ চ্যাম্পিয়ন।

ব্রাজিল ও সুইজারল্যান্ড তাদের শেষ ম্যাচে ড্র করলেও সমীকরণটা মিলবে। সে ক্ষেত্রে গোলব্যবধানে সুইসদের চেয়ে এগিয়ে থাকতে হবে তিতের শিষ্যদের। তখন কিন্তু ব্রাজিলিয়ানদের মনে জেগে উঠবে সেই পুরনো ক্ষত গত বিশ্বকাপের ‘মিনেইরাজো’ বিপযর্য়। অবশ্য জেগে ওঠা কেন? ব্রাজিলিয়ানদের মনে ক্ষতটা তো এখনো জীবন্ত। ব্রাজিল বিশ্বকাপে জামাির্নর কাছে সেমিফাইনালে ৭-১ গোলের হার তো ভুলে যাওয়ার স্কোরলাইন নয়। কিন্তু প্রশ্ন হলো, তিতের ব্রাজিল এতসব সমীকরণ মিলিয়ে কি রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় পবের্র প্রতিশোধের মঞ্চ বানাতে পারবে? কারণ ব্রাজিল তাদের গ্রæপ পবের্র শেষ ম্যাচটি খেলবে সাবির্য়ার বিপক্ষে। ইউরোপের দল সাবির্য়া কিন্তু কোস্টারিকা নয়। সুইজারল্যান্ডের মতো কিংবা তাদের চেয়েও শক্ত দল। তবে সময়ই বলে দেবে এতসব প্রশ্নের উত্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে