মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাইফউদ্দিনকে বিদেশে পাঠাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ আগস্ট ২০১৯, ০০:০০
ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যক্তিগত ছুটি আর পিঠের ইনজুরির কারণে গত মাসে শ্রীলংকা সফরে যাননি এই দুই ক্রিকেটার। তবে অনেকদিন ধরে পিঠের ইনজুরি সমস্যায় ভুগছেন সাইফউদ্দিন। তাই এবার উন্নত চিকিৎসার জন্য ডানহাতি এই পেসার অলরাউন্ডারকে বিদেশ পাঠানোর চিন্তাভাবনা করছে বিসিবি -ফাইল ফটো

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলার সময়ই পিঠে ব্যথা অনুভব করেছিলেন ডানহাতি পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তখন থেকেই তার চিকিৎসা চলছে। কিন্তু সেই সমস্যা থেকে আজও সম্পূর্ণ মুক্তি মেলেনি ডানহাতি এই পেসার অলরাউন্ডারের। এর মূল কারণই হচ্ছে এই ব্যথার উৎসই খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের চিকিৎসকরা। তাই এবার পূর্ণ পরিত্রাণের লক্ষ্যে ব্যথার উৎস খুঁজতে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় সাইফউদ্দিনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন সাইফউদ্দিন। কিন্তু সেখানেও ইনজুরি ভুগিয়েছে তাকে। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ডানহাতি পেসার খেলতে পারেননি। আর এ নিয়ে জল ঘোলাও কম হয়নি। ইচ্ছা করেই খেলেননি বলে দাবি করেছেন অনেকেই। তাই নতুন করে আর কোনো বিতর্কে না জড়াতে পূর্ণ পরিত্রাণ চান সাইফউদ্দিনও। আর দলের এমন পারফরমারের এই সমস্যা দেরিতে হলেও দারুণ গুরুত্বের সঙ্গে নিয়েছে বিসিবি।

চৌধুরী সাইফউদ্দিনের ইনজুরি প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ বললেন, 'আমরা ওকে বায়োমেকানিক্যাল এসেসমেন্টের জন্য দেশের বাইরে পাঠাচ্ছি। আসলে একটি এক্সামিনেশন। আমরা জানতে চাইছি, ওর সমস্যাটা কোথায়। যেমন একটি সমস্যা জানার জন্য আমরা এক্সরে করি, এমআরআই করি- এটাও তেমন একটা পরীক্ষা। এই পরীক্ষাটি আমাদের এখানে হয় না। পরীক্ষাটি বিশেষ কিছু জায়গায় হয়, যেখানে আইসিসির কিছু নির্দিষ্ট জায়গা আছে- যেমন অস্ট্রলিয়ায় আছে, যুক্তরাজ্যে আছে, এমনকি ভারতেও আছে। আমরা তাদের সবার সঙ্গে চেষ্টা করব যোগাযোগ করার। যারা আমাদের রেসপন্স করে তাদের সঙ্গে আমরা এ ব্যাপারে এগুবো। আমরা ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি।'

সম্ভাব্য সেরা জায়গায়তেই সাইফউদ্দিনকে পাঠান হবে বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক। তবে এখনো এ নিয়ে কাজ শুরু করেননি তারা। খুব শিগগিরই কাজ শুরু করবেন তারা। এমনকি এ বিষয়টি নিয়ে বিসিবি থেকে নির্দেশনা মিলেছে তাদের। সপ্তাহ-খানেকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানালেন দেবাশীষ চৌধুরী, 'আমরা সবাইকেই চিঠি লিখব। ইতোমধ্যে আমরা ইংল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এখনো আমাদের এ ব্যাপারে কিছু জানায়নি। তারা জানালেই আমরা সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করব।'

তবে ধারণা করা হচ্ছে, একটি ক্রোনিক লো ব্যাক পেইনে ভুগছেন সাইফউদ্দিন। প্রায় ৯ বছর ধরে এই সমস্যা রয়েছে তার। সম্প্রতি তার ব্যথাটা বেড়ে যাওয়ায় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিসিবি নিশ্চিত হয়েছে যে, এক ধরনের ফ্যাসিট জয়েন্ট সমস্যায় ভুগছেন ডানহাতি এই তরুণ পেসার অলরাউন্ডার। এরই ফলশ্রম্নতিতে চিকিৎসার অংশ হিসেবে আমরা রিহ্যাবিটেশন কনজারভেটিভ ম্যানেজমেন্ট চেষ্টা করে তারা। এই চেষ্টায় পুরোপুরি সাফল্য না আসায় দেয়া হয় ইনজেকশন। এতে সাময়িকভাবে ব্যথা কিছুটা নিরসন হয় এবং খেলা চালিয়ে যেতে পারেন সাইফউদ্দিন।

কিন্তু সম্প্রতি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে ব্যথাটা আবার বেড়ে যায় সাইফউদ্দিনের। এরপর দ্বিতীয়বারের মতো ইনজেকশন দেয়া হয় ব্যথা নিরাময়ের জন্য। যা কিছুদিনের জন্য ব্যথামুক্ত রাখতে সাহায্য করলেও কিছুদিন পর আবার ব্যথা ফিরে আসে। দেশে ফিরে আসারও রিভিউ করে বিসিবি চিকিৎসকরা। অবশেষে সিদ্ধান্তে পৌঁছায়, দেশের বাইরে কোথাও পাঠিয়ে বায়োমেকানিক্যাল এসেসমেন্ট করে নিশ্চিত হতে হবে, কোথায় সাইফউদ্দিনের মূল সমস্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62340 and publish = 1 order by id desc limit 3' at line 1