শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

আফগান টেস্টকে প্রস্তুতি দেখছেন মুমিনুল

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ খেলা একটা ভালো প্রস্তুতি। আমাদের সবার জন্যই ভালো সুযোগ। মনে হয়, ভালো একটি খেলা হবে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানদের স্পিন আক্রমণ আমাদের সামনে আসবে। এটা ভালো প্রস্তুতি হবে
ক্রীড়া প্রতিবেদক
  ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতেই আইসিসির উদ্যোগ টেস্ট চ্যাম্পিয়নশিপ। এরিমধ্যে শুরুও হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। অ্যাশেজ দিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, শ্রীলংকায় লড়ছে নিউজিল্যান্ড আর ক্যারিবীয় দ্বীপে লড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আরও প্রায় তিন মাসের মতো। নভেম্বরে ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন সাকিব আল হাসানরা। এর আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে এই চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখছেন টেস্ট দলের অপরিহার্য সদস্য মুমিনুল হক।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে ৩৫ ক্রিকেটার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। আসন্ন টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় টি২০ সিরিজের জন্য এই ক্যাম্পের আয়োজন। কন্ডিশনিং ক্যাম্পের চতুর্থ দিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ব্যাটসম্যান মুমিনুল হক।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবার টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক হওয়ায় এই ম্যাচে ফেভারিট তারাই। তা ছাড়ার্ যাংকিংয়েও দুই দলের মধ্যে রয়েছে তফাত। কিন্তু আফগানদের কোনোভাবে খাটো করে দেখছেন না মুমিনুল। তা ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ আত্মবিশ্বাসের জ্বালানি হতে পারে বিশ্বাস তার।

২০২১ সাল পর্যন্ত হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই বছরে এত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা, এটা ভেবে উচ্ছ্বসিত মুমিনুল, 'আমার মনে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়াতে আমাদের দেশের জন্য ভালো হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। কেননা টেস্ট ক্রিকেট আমাদের দেশে ওভাবে ফোকাস হয় না। ওইদিক দিয়ে চিন্তা করলে আমাদের দেশের জন্য খুবই ভালো হয়েছে।'

বাংলাদেশে ওয়ানডে ও টি২০ ক্রিকেট যতটা ফোকাস হয় তার উল্টোটা টেস্ট ক্রিকেটে। মুমিনুলের এ নিয়ে আফসোস থাকলেও আইসিসির এই নিয়মে খুশি এই টাইগার ব্যাটসম্যান, 'ম্যাচ না খেললে একরকম। কিন্তু ম্যাচ খেললে পারফর্ম করার সুযোগ বাড়বে আপনার। ফলাফল ভালো করার সুযোগ থাকে, দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে, র?্যাংকিংয়ে উপরের দিকে যাওয়ারও সুযোগ থাকে। এদিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় এটা খুব ভালো একটি সুযোগ।'

কেবল টেস্ট খেলার কারণে জাতীয় দলে সচরাচর দেখা যায় না মুমিনুলকে। গত মার্চে নিউজিল্যান্ড সফরে শেষবার দেখা যায় তাকে। প্রায় ৬ মাস পর আফগানিস্তানের বিপক্ষে আবারও হয়তো খেলার সুযোগ পাবেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নের কল্যাণে সামনে অনেক টেস্ট ম্যাচ খেলতে হবে বাংলাদেশের। যেজন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে হবে বলেও মনে করিয়ে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান, 'এই জায়গায় মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। শারীরিকভাবেও সামর্থ্যবান হতে হয়। আশা করি, আমার তেমন কোনো সমস্যা হবে না। এটায় আমি অভ্যস্ত হয়েছি। কয়েকদিন আগে ভারতে আমি তিন-চারটা চারদিনের ম্যাচ খেলেছি। খেলার মধ্যে থাকলে বিষয়টা সহজ হয়। অত কঠিন হয় না। জিনিসটা কঠিন ভাবে নিলে কঠিন, সহজভাবে নিলে সহজ।'

যদিও বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে নভেম্বরে ভারতকে দিয়ে। তার আগে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এখানে খেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হতে চান মুমিনুল হক, 'টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ খেলা একটা ভালো প্রস্তুতি। আমাদের সবার জন্যই ভালো সুযোগ। মনে হয় ভালো একটি খেলা হবে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানদের স্পিন আক্রমণ আমাদের সামনে আসবে। এটা ভালো প্রস্তুতি হবে। আমরা জানি যে উপমহাদেশে ওদের স্পিন আক্রমণ অনেক ভয়ংকর।'

নতুন কোচ রাসেল ডমিঙ্গোর কাছ থেকে পাওয়া পরামর্শ পেয়েছেন কি না, 'এখনো ওভাবে চিন্তাভাবনা করিনি। সবার একজন ব্যক্তিগত কোচ থাকে। আমি ওনার কাছ থেকে সবকিছু নিব, এমনটা না বিষয়টা। উনি যে পরামর্শ দেবেন, যেটা আমার জন্য দরকার সেটা নিব। আমার যদি ভালো লাগে তাহলে ওভাবে নিব। সবকিছু মিলে হয়তো ভালোই হবে।'

নতুন কোচ আপনাদের থেকে কি আশা করছেন জানতে চাইলে মুমিনুল বলেন, 'প্রশ্নটি অনেক কঠিন। কোচ কি চাচ্ছে ওটা চিন্তা না করে নিজের কাজ ঠিকভাবে করলেই হয়। যেমন আপনি যদি ফিটনেসের দিক দিয়ে বা ব্যাটিং-বোলিংয়ে ভালো করেন তাহলে দুনিয়ার যত ভালো কোচ হোক বা যত খারাপ কোচ হোক- আপনাকে এমনিতেই নিবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63533 and publish = 1 order by id desc limit 3' at line 1