logo
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩ ফাল্গুন ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২৬ আগস্ট ২০১৯, ০০:০০  

আইপিএলে খেলবেন আম্বাতি রাইডু

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ডাক না হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আম্বাতি রাইডু। অনেকটা আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মিডল অর্ডার এই ব্যাটসম্যান। বর্তমানে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলছেন। সেখানেই জানালেন, পুনরায় জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন তিনি। এমনকি আগামী মৌসুমে খেলবেন আইপিএলেও!

স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শুধু আবেগের বশে অবসরের ঘোষণা দেননি তিনি। সঙ্গে ছিল আরও কিছু কারণ, ' শুধু আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্ত নেইনি। এমনটা বলা ঠিক না। আসলে আমি বিশ্বকাপে জায়গা পেতে চার-পাঁচ বছর অনেক পরিশ্রম করেছি। অবশ্যই এমনটি হলে আপনিও হতাশ হতেন। তাই মনে হয়েছিল এমনটি ভাবার এটাই হয়ত সঠিক সময়। তবে শুধু ডাক না পাওয়ার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করিনি।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে