বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিব-মাশরাফিদের পথে হাঁটছে বয়সভিত্তিক দলও!

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় টি২০ সিরিজে রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের ওপেনার রহমানউলস্নাহ গুরবাজকে বোল্ড করার পর স্বাগতিক ডানহাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দীনকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস -ওয়েবসাইট

ফাইনালের প্রতিপক্ষ ভারত হলেই যেন জুজুর ভয় আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে বাংলাদেশকে। শিরোপার লড়াইয়ে ভারতীয়দের বিপক্ষে প্রতিবারই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজাদের। এশিয়া কাপ থেকে নিধাস ট্রফি, বড়দের ক্রিকেটে ভারত যেন এক জুজুর নাম। টাইগার তরুণদের কাঁধেও যেন চেপে বসল সেই জুজু। মূল দলের পথে হাঁটছে বয়সভিত্তিক দলও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাম্প্রতিক পারফরম্যান্স তারই প্রমাণ দিচ্ছে। জেতার অবস্থায় থেকেও ফাইনালের মঞ্চে বারবার ভারতের কাছে হারার পেছনে নিজেদের সামর্থ্যের কোনো ঘাটতি দেখছেন না যুবদলের অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারি। বরং তার কাছে গোটা ব্যাপারটাই সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক।

হতাশা সঙ্গী করেই রোববার শ্রীলংকা থেকে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুবারাও উত্তর খুঁজলেন কেন বারবার ভারতের বিপক্ষে হারে দল? কেন ফাইনাল দুঃস্বপ্নের অন্য নাম হয়েই আছে?

গেল মাসে ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল যুবারা। পুরো আসরে অপরাজিত থাকার পর ফাইনালে ভারতের কাছে হার মানে তারা। গত শনিবার যুব এশিয়া কাপের শিরোপাও হাতছাড়া হয় তাদের। শ্রীলংকার কলম্বোতে ফাইনালে ভারতকে ১০৬ রানে অলআউট করেও জয় পায়নি বাংলাদেশ। হেরে যায় ৫ রানের ব্যবধানে।

ভারতকে অল্প রানে গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শামিম। অফস্পিন বোলিংয়ে জাদু দেখান। তার বোলিং ফিগার ছিল ৬-২-৮-৩! বাঁহাতি পেসার মৃতু্যঞ্জয় চৌধুরীও নেন ৩ উইকেট। কিন্তু বোলারদের নৈপুণ্যে পাওয়া সুবর্ণ সুযোগ নষ্ট হয় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। সেই সঙ্গে আম্পায়ারের একটি সিদ্ধান্তও বাংলাদেশের বিপক্ষে যায়। ফলে ফের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় যুবাদের।

জয়ের সম্ভাবনা জাগিয়েও তীরে গিয়ে তরী ডোবানোর যে প্রবণতা বাংলাদেশের, সে বিষয়ে গতকাল রোববার ১৯ বছর বয়সি শামিম জানান, 'এটা বলার মতো না। প্রতিবারই এমন হয় যে ভারতের কাছে আমরা জেতা ম্যাচগুলো হেরে যাই। এটা আসলেই অনেক হতাশার বিষয়।' তিনি যোগ করেন, 'হয়তো সাইকোলজিক্যাল (মনস্তাত্ত্বিক) কিছু একটা কাজ করে ওই সময়। তারপরও তো মনে হয়েছে, আমরা ভালো কিছু করতে পারব, ম্যাচটা শেষ করতে পারব। কিন্তু আসলে এটা আর হয় না। এটা আমরা প্রয়োগ করতে পারি না।'

এক পর্যায়ে ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে টানছিলেন দুই টেলএন্ডার তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। দলের সংগ্রহ তিন অঙ্কে পৌঁছে দিয়ে লক্ষ্যের কাছাকাছিও নিয়ে যান তারা। কিন্তু তখনই আম্পায়েরের ভুল সিদ্ধান্তে এলবিডবিস্নউ হয়ে মাঠ ছাড়তে হয় সাকিবকে। টিভি রিপেস্নতে পরিষ্কার দেখা যায়, বল তার প্যাডে লাগার আগে ব্যাট ছুঁয়েছিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে বাজে আম্পায়ারিংয়ের শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন শামিম, 'আপনারা (দর্শক-সাংবাদিক) সরাসরি খেলা দেখেছেন। আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। আপনারা আমাদের চাইতেও ভালো দেখেছেন। ভারতের সঙ্গে খেলা হলেই দুটা-একটা বাজে আউট দিয়ে খেলাটা শেষ করে দেয় (আম্পায়াররা)।'

চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় যুবাদের কৃতিত্ব দেন তিনি, 'ভারত ভালো দল। সবদিক থেকেই ওরা ভালো দল হয়।' সেই সঙ্গে শিরোপাবঞ্চিত হওয়ায় ভাগ্যকেও দায় দেন শামিম, 'যদি আগের সিরিজগুলো দেখেন, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। সবকিছুতেই আমাদের উন্নতি হচ্ছে। এশিয়া কাপেও আমরা ভালো খেলেছি। খারাপ খেলেছি তা না। কিন্তু ম্যাচটি দুর্ভাগ্যবশত হেরে গেছি।'

দলের উইকেট কিপার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, পুরনো কথায় না গিয়ে এই অবস্থা থেকে বের হতে চাইছেন। জানাচ্ছিলেন, 'খারাপ লাগা কাজ করছে। এতো কাছে গিয়েও আমরা চ্যাম্পিয়ন ট্রফিটি আনতে পারলাম না। এখান থেকেই আমাদের বের হতে হবে অবশ্যই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66963 and publish = 1 order by id desc limit 3' at line 1