বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
টি২০ সিরিজ

আজই সিরিজ নিশ্চিত চায় ভারত

নতুনধারা
  ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক

প্রথম টি২০ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের সিরিজ এখন দুই ম্যাচে দাঁড়িয়েছে। মোহালিতে দ্বিতীয় টি২০তে বিরাট কোহলির ব্যাটে চড়ে ৭ উইকেটের বড় জয় পাওয়ায় সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত। আর তাতে অনেকটাই নির্ভার কোহলি-রোহিতরা। তাইতো আজ বেঙ্গালুরুতে জয়ের ধারবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। অপরদিকে দ্বিতীয় ম্যাচের ছোটখাটো ভুলগুলো শুধরে জয়ের ধারায় ফিরতে চায় দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে সিরিজে সমতা ফেরাতেও চায় প্রোটিয়ারা। এমন এক সমীকরণ সামনে রেখে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পাওয়ায় বেশখানিকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কোহলি। টি২০তে রোহিত শর্মার সর্বোচ্চ রানের রেকর্ড তিনি ভেঙেছেন গত ম্যাচে। অপরাজিত ৭২ রানের ঝড়ো ইনিংসে দলকে এনে দিয়েছেন জয়। তার ওপর বেঙ্গালুরুর পরিচিত ভেনু্য হওয়ায় আরও নির্ভার কোহলি। তবে কোনো ভুল করতে চান না ভারতীয় অধিনায়ক। সিরিজ জিতেই ঘরে ফিরতে চান এই ডানহাতি। তবে কোহলির আগে দক্ষিণ আফ্রিকার পেসারদের মুখোমুখি হবেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। তারাও আছে দারুণ ছন্দে।

তবে ব্যাট হাতে অত্যন্ত বাজে পারফরম্যান্সের জন্য ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্তের ওপর প্রায় সবাই বেশ বিরক্ত। ব্যাটিংয়ের অমনোযোগী হওয়ায় প্রধান কোচ রবি শাস্ত্রী এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সতর্ক বার্তা দিয়েছেন এই সম্ভাবনাময় তরুণকে। অবশ্য পান্তের পক্ষে কথা বলেছেন প্রধান নির্বাচক এমএস কে প্রসাদ। পান্থের প্রতিভার কথা বিবেচনা করে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেন তিনি। তার প্রতিভার ঝলক হয়তো দেখা যাবে আজকের ম্যাচে। গত ম্যাচে বল হাতে দর্শকদের মুগ্ধ করেছিলেন দীপক চাহার। আজও বল হাতে জ্বলে উঠে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাবেন এমন প্রত্যাশা থাকবে ভক্তদের। হয়তো আজকের ম্যাচেই আসন্ন টি২০ বিশ্বকাপ দলে নিজের অবস্থান আরও পোক্ত করবেন এই বোলার।

অপরদিকে সিরিজের প্রথম টি২০ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজ দক্ষিণ আফ্রিকার কাছে আবার সুযোগ এসেছে সিরিজে ফেরার। তাইতো আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে প্রোটিয়ারা। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কুইন্টন ডি কক। গত ম্যাচে প্রত্যাশা অনুযায়ী রান করতে ব্যর্থ হন রিজা হেনরিকস, রাসি ফন ডার ডুসেন এবং ডেভিড মিলার। তবে আজ এ তিনজন ছন্দে ফিরলে অধিনায়ক কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যেতে পারেন জয়ের ধারায়। বোলিংয়ে কাগিসো রাবাদা ঠিকমতো হাল ধরতে পারলে এ ম্যাচে জয় প্রোটিয়ারা আশা করতেই পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচের শেষের দিকে খেলায় বিঘ্ন ঘটার আশঙ্কা আছে। তবে খেলা যথাসময়ে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। টি২০ ক্রিকেটের জন্য এম. চিন্নাস্বামী স্টেডিয়াম একটি আদর্শ মাঠ। স্টেডিয়ামটি ভারত অধিনায়ক ভিরাট কোহলির অত্যন্ত প্রিয়। ব্যাটিংবান্ধব এমন ভেনুতে গড়ে ১৮৫ করে রান এসেছে। অপেক্ষাকৃত ছোট বাউন্ডারি হওয়ায় গত ম্যাচের চেয়ে আজও বেশি চার-ছয় আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান/লোকেশ রাহুল, ভিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), হারডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, দীপক চাহার, নবদীপ সাইনি

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, অ্যান্ডিল ফেলুকোয়ায়ো, বিজর্ন ফোরটুইন, কাগিসো রাবাদা, আনরিখ নর্টজে, তাবরাইজ শামসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67865 and publish = 1 order by id desc limit 3' at line 1