শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

শুরু হচ্ছে অনূর্ধ্ব ২১ হকি টেস্ট সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ বনাম ওমান অনূর্ধ্ব-২১ হকি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ থেকে। এই এক্সচেঞ্জ সিরিজে বাংলাদেশ ও ওমান অনূর্ধ্ব-২১ হকি দল ৫টি ম্যাচ খেলবে। সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। আজ বিকেল ৪টায় সিরিজের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আখতার হোসেন।

এই সিরিজ সামনে রেখে সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দলের কোচ মামুন উর-রশিদ বলেছেন, 'আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পৃথক দুটি টুর্নামেন্ট সামনে রেখে শক্তিশালী দল গড়তে সহায়তা করবে এই টেস্ট সিরিজ।'

ওমান কোচ তাহির জামান জানিয়েছেন, দীর্ঘ দিন পর আবারও বাংলাদেশে এসে খুশি তিনি। এই টেস্ট সিরিজ দুই দেশের হকিকে আরও লাভবান করবে।

উলেস্নখ্য, পাকিস্তানের যুব হকি দলের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলে ঢাকায় ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ওমান। সিরিজের সব কটি ম্যাচ ইউটিউব ও ফেসবুকে লাইভ স্ট্রিমিং করবে স্পোর্টস লাইফ টিভি। আর একটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। বাংলাদেশ ও ওমান ম্যাচগুলো খেলবে ৮, ৯, ১১, ১২ ও ১৫ অক্টোবর।

সদস্য পদ ফিরে পেতে পারে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে বহিষ্কৃত হয়েছে জিম্বাবুয়ে। আর এ কারণে আইসিসির কোনো টুর্নামেন্টে খেলার অনুমতি নেই দেশটির। তবে আইসিসির বেঁধে দেওয়া শর্ত পালন করায় অচিরেই হয়তো সদস্য পদ ফিরে পেতে যাচ্ছে জিম্বাবুয়ে। ১২ অক্টোবর শুরু হতে যাওয়া আইসিসির সভাতে আলোচনা হবে জিম্বাবুয়ের সদস্য পদ ফিরে পাওয়ার বিষয়টি নিয়ে।

জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে বহিষ্কার করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তখন অভিযোগ ছিল দেশটির সরকার হস্তক্ষেপ করছে বোর্ডটিতে। বলা হচ্ছে আগের সেই পরিস্থিতি থেকে আমূল পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে। আইসিসি নির্দেশ দিয়েছিল জুনে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই যেন বোর্ডটি গঠন করা হয়। আইসিসির বেঁধে দেওয়া শর্ত পালনে খুব বেশি সচেষ্ট এখন তারা। আর তাই আগামী শুক্রবার বোর্ড সভায় জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীও সভায় যোগ দিচ্ছেন। অবশ্য তিনি যোগ দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আর এ সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

সদস্য পদ বাতিল হওয়ায় বেশ ভোগান্তিতে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ও দেশটির খেলোয়াড়রা। সম্প্রতি বাংলাদেশে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলে গেলেও ভারত তাদের বাদ দিয়েছে আসন্ন একটি টি২০ সিরিজ থেকে। এই নিষেধাজ্ঞার কারণে তাদের বদলে শ্রীলংকাকে নিয়ে এখন অনুষ্ঠিত হবে সেই সিরিজ।

ইংল্যান্ডের নতুন কোচ সিলভারউড

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিস সিলভারউড। ৪৪ বছর বয়সি সিলভারউড ট্রেভর বেলিসের স্থলাভিষিক্ত হলেন। গত অ্যাশেষ শেষে ইংল্যান্ডের দায়িত্ব ছাড়েন বেলিস। সিলভারউড ২০১৮ সালের জানুয়ারি থেকে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার প্রধান কোচের দায়িত্ব পেলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।

জো রুট, বেন স্টোকসদের প্রধান কোচ হতে সিলভারউডের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন সাবেক ভারত ও দক্ষিণ আফ্রিকার কোচ গ্যারি কারস্টেনও। চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টও। তবে নাম প্রত্যাহার করে নেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর অ্যাশলে জাইল জানিয়েছেন, সিলভারউড ছিলেন 'অসাধারণ প্রার্থী'। আর সিলভারউড জানিয়েছেন, নতুন দায়িত্ব পেয়ে তিনি 'রোমাঞ্চিত' ও 'সম্মানিত' বোধ করছেন।

২০১৭ সালে এসেক্সকে ২৫ বছরের মধ্যে প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন সিলভারউড। ১৯৯৬-২০০২ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনি ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন। ১৩ বছর খেলেছেন নিজ কাউন্টি ইয়র্কশায়ারের হয়ে। এরপর মিডলসেক্সে খেলেছেন আরও তিন বছর। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭.৪১ গড়ে নিয়েছেন ৫৭৭ উইকেট। আগামী মাসে ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফর দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন সিলভারউড। এই সফরে পাঁচটি টি২০ ও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70087 and publish = 1 order by id desc limit 3' at line 1