বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ ঢাকায়!

মেসিদের ঢাকায় আসতে সরকারের সবুজ সংকেতের অপেক্ষা
ক্রীড়া প্রতিবেদক
  ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০
এখনও এই সফরের ব্যাপারে চূড়ান্ত কিছু হয়নি, টুইট করা মানেই এটা নিশ্চিত নয় যে, আগামী ১৮ নভেম্বর ঢাকায় (আর্জেন্টিনার) ম্যাচটি হবে। এখানে তিনটি শর্ত রয়েছে- নিরাপত্তা, টাকা ও তৃতীয়টি আমি এখনই বলছি না। এই তিনটি শর্ত আমরা পূরণ করতে পারলে প্রীতিম্যাচটি হতে পারে -সালাম মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি, বাফুফে

প্রীতিম্যাচ খেলতে আট বছর পর আবারও বাংলাদেশে আসছে আর্জেন্টিনা। আগামী ১৮ নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের মুখোমুখি হবে মেসি-দিবালার দল। এ খবর নিশ্চিত করেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। নিজেদের অফিশিয়াল টুইটার পাতায় জানিয়েছে ম্যাচের কথা। এ ম্যাচে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে যাতে খেলতে পারেন লিওনেল মেসি। প্যারাগুয়ের দিক থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

প্যারাগুয়ে ফুটবলের অফিশিয়াল টুইটার পোস্টে লেখা হয়েছে, 'অফিশিয়াল : নভেম্বরে আলবিরোজ্জাদের (প্যারাগুয়ে ফুটবল দলকে এ নামেই ডাকা হয়) প্রীতিম্যাচ। বাংলাদেশে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে।'

সূচি অনুযায়ী, ঢাকায় আগামী ১৫ নভেম্বর প্রথম প্রীতিম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে। এরপর ১৮ নভেম্বর লাতিন আমেরিকার অন্যতম সেরা দল আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

আর্জেন্টাইন দৈনিক আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে এ মাসে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার জার্মানির মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচ খেলে এশিয়া মহাদেশ সফরে আসবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেখান থেকেই ঢাকায় আসবে লাতিন জায়ান্টরা।

আর্জেন্টাইন গণমাধ্যম 'মুন্দো আলবিসেলেস্তে' অবশ্য জানিয়েছে, তিন মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকায় প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারেন বার্সেলোনা তারকা মেসি।

ঢাকার মাঠে আর্জেন্টিনার খেলা, নতুন কোনো বিষয় নয়। ২০১১ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে ৩-১ গোলে জেতে মেসিরা। ফুটবল সুপারস্টার লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়াসহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা খেলেছিলেন সেই ম্যাচে। পুরো গ্যালারি ভরপুর সেই ম্যাচ দারুণ উপভোগ করেছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। এই নভেম্বরে আরেকবার তাহলে মেসি এবং আর্জেন্টিনার ফুটবল জাদু দেখার অপেক্ষায় ঢাকার দর্শকরা?

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশ্য ম্যাচ দুটি আয়োজনের নিশ্চয়তা এখনই দিতে পারছে না। প্যারাগুয়ে-ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচ দুটি আয়োজনে আশাবাদী বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। তবে বিষয়টি নিশ্চিত করতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বাফুফেকে। নিরাপত্তা এবং অর্থের জোগান নিয়ে বাংলাদেশ সরকারের সবুজ সংকেত মেলার পরই লিওনেল মেসিরা ঢাকায় পা রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন সোহাগ।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সাংবাদিকদের জানিয়েছেন- 'প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার প্রীতিম্যাচের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে হঁ্যা, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার ঢাকার প্রীতিম্যাচের বিষয়ে কথাবার্তা চলছে। এখনো যে এই ম্যাচের বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে- তা কিন্তু নয়। ব্যাপারটা এখনো আলোচনার পর্যায়ে আছে।'

বিস্তারিত ব্যাখ্যায় সোহাগ বলেন-'পেছনের দুই-তিন সপ্তাহ ধরে আমরা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের ম্যাচের আয়োজন নিয়ে কথাবার্তা বলছি। চেষ্টা চালাচ্ছি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগে অনেক কিছুই বাকি। আর্থিক বিষয় নিয়ে এখনো চুক্তি হয়নি। কবে কোথায় কিভাবে আর্থিক বিষয়াদির নিষ্পত্তি হবে- তা ফয়সালা হয়নি। এই প্রীতিম্যাচ আয়োজনের জন্য আমরা কোথা থেকে টাকা পাব- সেই সব বিষয় নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করছি। তবে সিদ্ধান্তে আসা হয়নি এখনো। এই ম্যাচের আয়োজন নিয়ে আমি এই মুহূর্তে বলতে পারি সম্ভাবনা ফিফটি-ফিফটি। যদি আর্থিক বিষয়াদির ব্যাপারটি পরিপূরণ করা হয়, তবে আর্জেন্টিনা-প্যারাগুয়ের ফিফা প্রীতিম্যাচ ঢাকায় আয়োজিত হবে।'

-আর প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলার আরেকটি প্রীতিম্যাচের যে বিষয়টি উলেস্নখ করেছে লাতিন আমেরিকার দেশটি, সেই বিষয়ে বাফুফের ব্যাখ্যা কি?

সোহাগ বললেন- 'এই ম্যাচের জন্য যে তারিখের কথা উলেস্নখ করেছে প্যারাগুয়ে, নির্ধারিত সেই তারিখে যদি তারা খেলতে চায় তাহলে আমরাও বিবেচনা করতে পারি।'

এ বিষয়ে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বললেন, 'এখনো এই সফরের ব্যাপারে চূড়ান্ত কিছু হয়নি, 'টুইট (প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের) করা মানেই এটা নিশ্চিত নয় যে, আগামী ১৮ নভেম্বর ঢাকায় (আর্জেন্টিনার) ম্যাচটি হবে। এখানে তিনটি শর্ত রয়েছে- নিরাপত্তা, টাকা ও তৃতীয়টি আমি এখনই বলছি না। এই তিনটি শর্ত আমরা পূরণ করতে পারলে প্রীতিম্যাচটি হতে পারে।' তিনি আরও জানান, এ বিষয়ে তিনি সরকারের সঙ্গেও কথা বলবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70232 and publish = 1 order by id desc limit 3' at line 1