শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ইংল্যান্ডে ১০০ বলের ক্রিকেট

ড্রাফটে আরও পাঁচ বাংলাদেশি

ইসিবির রীতি অনুযায়ী গবেষণা করেই ১১ বাংলাদেশি ক্রিকেটারকে রেখেছে ড্রাফটে। কারণ বাংলাদেশের ক্রিকেটারের নাম থাকলে নাকি টিকিট বিক্রির চাহিদা বেড়ে যায়। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টেও কোনো টাইগার ক্রিকেটারের নাম থাকলে টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে যায়
ক্রীড়া প্রতিবেদক
  ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০
মাহমুদউলস্নাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ (বাঁ থেকে) -ওয়েবসাইট

ক্রিকেট পা রাখছে নতুন বাঁকে। আগামী বছর প্রথমবারের মতো মাঠে গড়াবে ১০০ বলের ক্রিকেট (দ্য হান্ড্রেড)। আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই আয়োজনের ড্রাফটে আগেই নাম লিখিয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। পেস্নয়ার ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। এবার এই তালিকায় মাহমুদউলস্নাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি। ড্রাফটে নাম উঠবে বাংলাদেশের মোট ১১ ক্রিকেটারের।

অবশেষে দ্য হান্ড্রেডের পূর্ণ ড্রাফট প্রকাশ করেছেন আয়োজকরা। তালিকায় সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় আছেন ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নাররা। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড।

তালিকাতে তার পরের ভিত্তিমূল্যের তালিকাতেই স্থান হয়েছে বাংলাদেশের টি২০ অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের। বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ধরা হয়েছে তাদের। যার মূল্যমান ১ লাখ পাউন্ড। রশিদ খানের ভিত্তিমূল্যও ১ লাখ পাউন্ড।

পেসার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার পাউন্ড। মুশফিকুর রহিম, লিটন দাস, ইমরুল কায়েসের অবশ্য আরও কম ৪০ হাজার পাউন্ড। আগামী রোববার অনুষ্ঠিত হবে ড্রাফটের নিলাম।

ভিত্তিমূল্যের বাইরে আবার আরেকটি তালিকা রাখা হয়েছে এই ড্রাফটে। যাদের কোনো ভিত্তিমুল্য ধরা হয়নি। এই তালিকায় বাংলাদেশের অনেকেই আছেন। ভিত্তিমূল্য পাননি মাহমুদউলস্নাহ রিয়াদ, সাইফউদ্দিন, পেসার তাসকিন আহমেদ, আবু হায়দার ও মোহাম্মদ মিঠুন।

ইসিবির রীতিমতো গবেষণা করেই ১১ বাংলাদেশি ক্রিকেটারকে রেখেছে ড্রাফটে। কারণ বাংলাদেশের ক্রিকেটারের নাম থাকলে নাকি টিকিট বিক্রির চাহিদা বেড়ে যায়। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টেও কোনো টাইগার ক্রিকেটারের নাম থাকলে টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে যায়। আবার টেলিভিশনে খেলা দেখাতেও বেশ সাড়া পড়ে। সংক্ষিপ্ত ফরম্যাটে স্ট্রাইক রেট ভালো না থাকলেও এই চিন্তা থেকেই নিলামে রাখা হয়েছে এত বেশি টাইগার ক্রিকেটার।

ইংল্যান্ডের আটটি শহরের ভিত্তিতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একই নামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ছেলেদের ড্রাফটে মোট পেস্নয়ার থাকবেন ৫৭০ জন। তার মধ্যে বিদেশি ২৩৯ জন! ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে নতুন ফরম্যাটের এই ক্রিকেট লড়াই। প্রথম আসরের শুরু হবে ২০২০ সালের ১৬ জুলাই। ফাইনাল ১৭ আগস্ট। তবে পেস্নয়ার্স ড্রাফট হচ্ছে বেশ আগেভাগেই। আগামী ২০ অক্টোবর স্কাই স্টুডিওতে জাঁকজমকপূর্ণভাবে এর নিলাম হবে। পয়েন্ট তালিকার সেরা তিনটি দল পরের রাউন্ডে উঠে যাবে। তাদের মধ্যে লড়াইয়ে শীর্ষ দল সরাসরি চলে যাবে ফাইনালে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল ফাইনালে উঠতে ফের মাঠে নামবে।

বার্মিংহাম, লিডস, সাউদাম্পটন, নটিংহ্যাম, ম্যানচেস্টার ও কার্ডিফের একটি করে দল আর লন্ডনের দুইটি দল খেলবে ১০০ বলের ক্রিকেটে। প্রতি দলে থাকবেন ১৫ সদস্য।

প্রতি বোলার ১০০ বলের ক্রিকেটে সর্বোচ্চ ২০টি ডেলিভারি করতে পারবেন। বোলিং স্পেল থাকবে ৫ কিংবা ১০ বলের। ১০ বলের স্পেলে মাঝপথেও প্রান্ত বদল করতে পারবেন বোলাররা। পাওয়ার পেস্নও থাকছে। ইনিংসের প্রথম ২৫ ডেলিভারিতে মাত্র দুজন খেলোয়াড় ৩০ গজের বাইরে থাকবেন। কিন্তু টুর্নামেন্টে কোনো ম্যাচেই ইনিংস বিরতি রাখছে না আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71417 and publish = 1 order by id desc limit 3' at line 1