বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জেসমিন

ক্রীড়া ডেস্ক

২০১৯ সালের অনুপ্রেরণা দায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেই তালিকায় ঠাঁই পেয়েছেন রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ক্রিকেটার জেসমিন আক্তার।

বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইনে ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়- এ ছয় ক্যাটাগরিতে তালিকাটি তৈরি করা হয়। এতে প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়। সেখানে জেসমিনের দেশ বাংলাদেশ-যুক্তরাজ্য লেখা রয়েছে।

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে জন্ম নেন জেসমিন। এরপর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলের হয়ে নিজের খেলোয়াড়ি নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। চলতি বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে খেলেন এ নারী ব্যক্তিত্ব।

ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে চায় ভারত

ক্রীড়া ডেস্ক

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ভারত। এনিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ও ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন সম্প্রতি আলোচনা করেছে।

পুরো ব্যাপারটা এখনো আলোচনার টেবিলেই রয়ে গেছে। দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে কোনো একদিন দুদলের মাঝে একটি প্রীতি ম্যাচ হতে পারে।

এআইএফএফ জেনারেল সেক্রেটারি কুশল দাস সম্প্রতি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব সফরে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান দাভর সুকারের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের বর্তমান ফুটবল কোচ ইগর স্তিম্যাক ক্রোয়েশিয়ার সাবেক খেলোয়াড়। বৈঠকে তিনিও ছিলেন।

আগামী নভেম্বরে দু'পক্ষ ফের আলোচনায় বসবে। এরপরই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এর আগে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য করেছে ভারত।

১৭ বছর বয়সেই ডাবল সেঞ্চুরি!

ক্রীড়া ডেস্ক

নতুন ইতিহাস লিখেছেন ১৭ বছরের যশস্বী জাসওয়াল। গড়েছেন নতুন রেকর্ড। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। চলতি বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ডের বিপক্ষে ১৫৪ বলে তিনি খেলেছেন ২০৩ রানের অনন্য এ ক্রিকেটীয় ইনিংস।

চলতি মৌসুমে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিশতকের দেখা পেলেন এ মুম্বাই ওপেনার। জাসওয়ালের ১৫৪ বলের ইনিংসের ১৪০ রানই আসে বাউন্ডারি থেকে। ১৭ চার ও ১২ ছক্কায়। এক সপ্তাহেরও কম সময়ের আগে নতুন রেকর্ড গড়েন সাঞ্জু স্যামসন। অপরাজিত ছিলেন ২১২ রানে। গোয়ার বিপক্ষে কেরালার হয়ে এটিই তার প্রথম লিগ এ সেঞ্চুরি।

স্যামসনের এ ইনিংসটিই টুর্নামেন্টের সর্বোচ্চ। গত মৌসুমে সিকিমের বিপক্ষে উত্তরখন্ডের বিপক্ষে ২০২ করা কর্ন বীর কৌশলকে টপকে যান তিনি। কৌশলের এ কৃতিত্ব টুর্নামেন্টের প্রথম ডাবল সেঞ্চুরি। স্যামসন ও কৌশলের সঙ্গে এবার এ তালিকায় যোগ দিলেন জাসওয়াল।

এনিয়ে লিস্ট এ ক্রিকেটে নবম ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ব্যাটসম্যানরা। ওয়ানডেতে এসেছে পাঁচটি। যার তিনটিই করেছেন রোহিত শর্মা। একটি করে ডাবল সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের। এর বাইরে শিখর ধাওয়ান ২৪৮ রানের ইনিংস খেলেছেন ভারত 'এ' দলের হয়ে।

এক অদ্ভুত ফুটবল ম্যাচ

ক্রীড়া ডেস্ক

দুই কোরিয়ার প্রাক-বিশ্বকাপ বাছাই ফুটবল ম্যাচে কোনো দর্শক ছিল না। টিভি ক্যামেরা থাকলেও লাইভ টেলিকাস্ট হয়নি। ঢুকতে দেয়া হয়নি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। ম্যাচে কোনো গোলও হয়নি।

সাউথ ও নর্থ কোরিয়া ম্যাচ ০-০ শেষ হয়। নর্থ কোরিয়ার পিয়ংইয়ংয়ে এই ম্যাচ ছিল। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক টালমাটাল তাই এই ব্যবস্থা।

সাউথ কোরিয়ার কোনো ফুটবলপ্রেমীকে নর্থ কোরিয়ায় যাওয়ার অনুমতি পর্যন্ত দেয়া হয়নি। শুধু নর্থ কোরিয়া সরকার ম্যাচ হয়ে যাওয়ার দু'ঘণ্টা পরে তা টিভিতে দেখানোর অনুমতি দেয়।

এই ম্যাচ ঘিরে মাঠের বাইরের উত্তেজনা এতটাই তীব্র ছিল যে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পর্যন্ত নর্থ কোরিয়া চলে যেতে হয়। যাতে ম্যাচ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ম্যাচের টেক্সট কমেন্ট্রি ছিল সীমিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71423 and publish = 1 order by id desc limit 3' at line 1