শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
আজ দেশে ফিরছে টাইগাররা

ভাবনায় এবার এশিয়া কাপ

আপাতত এশিয়া কাপই প্রাধান্য পাচ্ছে টিম ম্যানেজমেন্টের ভাবনায়। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ওই আসরের জন্য চলতি মাসের ২৭ তারিখ থেকে প্রস্তুতিতে নেমে পড়তে হবে টাইগারদের। বরাবরের মতো এবারও ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হবে ক্যাম্পের কাযর্ক্রম। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে স্কিল অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক
  ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

অপেক্ষাকৃত দুবর্ল প্রতিপক্ষ আফগানিস্তানের কাছে টি২০ সিরিজে নাস্তানাবুদ হওয়া; এরপর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দুই টেস্টের সিরিজে ব্যাখ্যাতীত বাজে ব্যাটিং প্রদশর্নীতে অসহায় আত্মসমপর্ণ; ওয়ানডে আর টি২০ সিরিজের আগে বাংলাদেশ নিয়ে আশাবাদী হতে পেরেছিলেন খুব কম মানুষই। ক্যারিবীয়দের বিপক্ষে দুদার্ন্ত পারফরম্যান্সে ঘুরে দঁাড়িয়ে সেই বাংলাদেশই সিরিজ দুটো নিজেদের করে নিয়েছে। সেই সুখস্মৃতি নিয়ে আজ দেশে ফিরছে টাইগাররা। তবে বিশ্রামের খুব বেশি ফুরসত পাচ্ছেন না তারা। কারণ, সামনেই এশিয়া কাপ, নেমে পড়তে হবে ওই আসরের প্রস্তুতিতে।

টেস্টের ব্যথর্তা দূরে সরিয়ে রাখলে সফল এক সফর শেষে ঘরে ফিরছে টাইগাররা। আজ সকাল ৮.৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে অবতরণ করবে দল। তবে দলের সঙ্গে ফিরছেন না ‘পঞ্চপাÐব’-এর কেউই। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা সপরিবারে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন। সপ্তাহখানেক পর দেশে ফিরবেন তিনি। টি২০ অধিনায়ক সাকিব আল হাসানের ‘দ্বিতীয় বাড়ি’ এখন যুক্তরাষ্ট্র! সিরিজ শেষে তিনি উঠেছেন শ্বশুরবাড়িতে। ছুটি কাটাতে মাকির্ন মুল্লুকেই থেকে গেছেন তারকা ওপেনার তামিম ইকবাল আর উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মাশরাফি-তামিম-মুশফিকরা দেশে ফিরবেন আগামী সপ্তাহের মধ্যেই। তবে সহসাই ফেরা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। টি২০ সিরিজ শেষে ফ্লোরিডা থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফিরে গেছেন তিনি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন এই ব্যাটসম্যান। এশিয়া কাপ শুরুর আগে টাইগার শিবিরে যোগ দেবেন তিনি। অথার্ৎ মাহমুদউল্লাহকে ছাড়াই হবে টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প, যে ক্যাম্প শুরু হবে চলতি মাসের ২৭ তারিখ থেকে।

টাইগারদের সামনে এখন ব্যস্ত ক্রিকেট সূচি। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। এরপর ডিসেম্বরে ফিরতি সফর করবে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বিপিএল। ফলে লাগাতার খেলার মধ্যেই থাকতে হবে টাইগার ক্রিকেটারদের। আপাতত এশিয়া কাপই প্রাধান্য পাচ্ছে টিম ম্যানেজমেন্টের ভাবনায়। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ওই আসরের জন্য চলতি মাসের ২৭ তারিখ থেকে প্রস্তুতিতে নেমে পড়তে হবে টাইগারদের। বরাবরের মতো এবারও ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হবে ক্যাম্পের কাযর্ক্রম। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে স্কিল অনুশীলন।

অনুশীলন ক্যাম্প শুরুর আগে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দুটোও মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট। নিবার্চকরাও নানান চিন্তাভাবনায় সময় কাটাচ্ছেন। ঈদুল আজহার আগেই এশিয়া কাপের দল ঘোষণা হয়ে যেতে পারে। প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু দিয়েছেন এমন আভাস, ‘আমরা চেষ্টা করব ঈদের আগেই প্রাথমিক দল ঘোষণা করতে। এশিয়া কাপের পরপরই চলে আসবে জিম্বাবুয়ে। তাই ২৭ তারিখ থেকে যে ক্যাম্প শুরু হবে তাতে জিম্বাবুয়ে সিরিজের টেস্ট স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটারদের রাখা যায় কিনা সেই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে আমাদের। তবে এখনই সে বিষয়ে চ‚ড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’

কোচিং প্যানেল এবং আরেক নিবার্চক হাবিবুল বাশারের সঙ্গে আলোচনার পর সবকিছু চ‚ড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মিনহাজুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7184 and publish = 1 order by id desc limit 3' at line 1