logo
বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০  

ভারতীয় লিগে জামাল ভুঁইয়া!

ভারতীয় লিগে জামাল ভুঁইয়া!
জামাল ভূঁইয়া
ক্রীড়া ডেস্ক

কয়েকদিন আগে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে বাংলাদেশ। সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের ওই ম্যাচে জয় না পেলেও ১-১ গোলে ড্র করে। এরপর থেকে বাংলাদেশের ফুটবলারদের নিয়ে ভীষণ আগ্রহ দেখা যাচ্ছে ভারতের ক্লাবগুলোর। এরইমধ্যে লাল-সবুজদের অধিনায়ক জামাল ভুঁইয়া পেয়েছেন ভারতের লিগে খেলার প্রস্তাব। এমনটাই জানিয়েছেন তিনি।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এমনিতেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সুনাম আছে জামালের। কলকাতার মাঠে যেভাবে সুনীলদের বিপক্ষে লড়ে গেছেন তা ছিল প্রশংসনীয়। ভারতের অন্যতম সেরা আকর্ষণ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। সেই লিগের একাধিক ক্লাব এখন জামালকে পেতে চাইছে। এরইমধ্যে তার সঙ্গে বেশ কয়েকটি ক্লাব যোগোযোগও শুরু করেছে। কিন্তু জামাল বুঝে শুনেই নিতে চান সিদ্ধান্ত। কেননা এ তারকা বর্তমানে বাৎসরিক ৬৬ লাখ টাকা পারিশ্রমিকে সাইফ স্পোর্টিংয়ে বর্তমানে চুক্তিবদ্ধ, 'আইএসএলে খেলবো কিনা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন আমি কোন ক্লাবে আছি সেই খবরও ভারতের এজেন্ট জানতে চেয়েছে। আমি সেখানে খেলতে আগ্রহী। কিন্তু আগে চুক্তির সব দিক দেখতে হবে। তারপর সিদ্ধান্ত নেবো।'

ইন্ডিয়ান সুপার লিগে ভালো মানের বিদেশি কোচ ও খেলোয়াড় রয়েছে। শুধু তাই নয়, এ টুর্নামেন্টে পারিশ্রমিকও বেশ। বাস্তব অবস্থা অবশ্য বোঝেন জামাল। তাই তিনি সিদ্ধান্ত নিতে চান বুঝে শুনে, 'আমি এখন সাইফের চুক্তিবদ্ধ খেলোয়াড়। আইএসএল খেলতে হলে বুঝে শুনে খেলতে হবে। তবে ফুটবলে সবকিছুই সম্ভব।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে