বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
শূন্যতা মেনে নিয়েই সামনের দিকে তাকাচ্ছেন অধিনায়ক

পাওয়ার আছে অনেক কিছুই: মাহমুদউলস্নাহ

ভারতের সঙ্গে আমরা খুব কাছে গিয়ে কিছু ম্যাচ হেরেছি। সামনে সুযোগ আসলে আর ভুল করতে চাই না। ঘরের মাটিতে ভারত অনেক শক্তিশালী। হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছুই আছে। ভালো ক্রিকেট খেলে যেন জিততে পারি সেটিই আমরা ভাবছি।
নতুনধারা
  ০৩ নভেম্বর ২০১৯, ০০:০০
ভারতের বিপক্ষে টি২০ সিরিজের প্রথম ম্যাচে লড়াইয়ের আগে শনিবার দিলিস্নর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনে টাইগার ক্রিকেটাররা - বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদউলস্নাহর জন্য অধিনায়ক হয়ে সংবাদ সম্মেলনে আসাটা নতুন কোনো অভিজ্ঞতা নয়। সাকিব আল হাসানের বদলে গত বছর দুয়েকে বেশ কয়েকবারই বদলি অধিনায়কের দায়িত্ব নিতে হয়েছে, সাফল্যের পাশাপাশি দেখেছেন ব্যর্থতাও। তবে ভারতের বিপক্ষে প্রথম টি২০ সিরিজের আগে তাকে কথা বলতে হলো সাকিবকে নিয়েই। সবকিছুর পরে মাহমুদউলস্নাহ বলেছেন, সাকিবের শূন্যতা একপাশে রেখেই সামনে তাকাচ্ছেন। এবং নতুনদের সেই শূন্যতা পূরণ করার সামর্থ্য আছে বলেই তিনি বিশ্বাস করেন। কোচ রাসেল ডমিঙ্গো কিংবা অধিনায়ক মাহমুদউলস্নাহ- দুজনকেই বোঝাতে হচ্ছে যে সাকিবকে ছাড়াও সেরাটা দেওয়ার জন্য তারা প্রস্তুত।

দিলিস্নর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ভারত-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। প্রথম টি২০তে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এভাবেই বললেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউলস্নাহ, 'ভারতের সঙ্গে আমরা খুব কাছে গিয়ে কিছু ম্যাচ হেরেছি। সামনে সুযোগ আসলে আর ভুল করতে চাই না।'

কথার উৎস প্রসঙ্গে যেতে অবশ্য সাড়ে তিন বছর পেছনে তাকাতে হবে। সে সময় বেঙ্গালুরুতে জয়ের খুব কাছে গিয়ে হারের স্মৃতি দুঃসহ যন্ত্রণা দিয়েছে বহুদিন। ২০১৬ সালের ২৩ মার্চ, টি২০ বিশ্বকাপের সেই ম্যাচের কথা চাইলেও ভুলতে পারবে না বাংলাদেশ। ভারতের মাটিতে যখন আরেকবার টি২০'র লড়াই, তখন স্বাভাবিকভাবেই আসছে ওই হারের প্রসঙ্গ।

সাকিব আল হাসান না থাকায় ভারত সফরে টি২০তে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে মাহমুদউলস্নাহ রিয়াদের ওপর। সাড়ে তিন বছর আগে টাইগারদের ৩ বলে ২ রানের সমীকরণ মেলাতে না পারার পেছনে দায় আছে এ মিডলঅর্ডার ব্যাটসম্যানেরও। তবে ওরকম সুযোগ আবার এলে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী মাহমুদউলস্নাহ।

ভারতের বিপক্ষে টি২০তে কোনো জয় নেই বাংলাদেশের। ৩ বলে ২ রানের সহজ সমীকরণ মেলাতে না পারার ব্যর্থতার পর জয়ের সুযোগ আর সেভাবে তৈরি করতে পারেনি টাইগাররা। ভারতের মাটিতে তো আরও কঠিন স্বাগতিকদের চ্যালেঞ্জ করা। তবে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।

'ঘরের মাটিতে ভারত অনেক শক্তিশালী। হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছুই আছে। ভালো ক্রিকেট খেলে যেন জিততে পারি সেটিই আমরা ভাবছি।'

এক সপ্তাহে ঘটে গেছে অনেক নাটকীয় ঘটনা। বাংলাদেশের ক্রিকেট খেয়েছে বেশ বড় ধাক্কা। অধিনায়ক ও সেরা ক্রিকেটার সাকিব দলে নেই। তার এক বছরের পূর্ণ আর এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা শুরু হচ্ছে এই সিরিজ থেকেই। সাকিবকে না পাবার আক্ষেপ সরিয়ে বাংলাদেশ দল তাকাতে চায় সামনে।

'গত এক সপ্তাহে যা ঘটেছে ওখান থেকে সরে এসেছি। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। এখানে এসে রাসেল ডমিঙ্গো খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে, আমিও বলেছি। কতটুকু ভালো করতে পারে এভাবে চিন্তা করা উচিত আমার মনে হয়। সবার ওভাবেই চিন্তা করা উচিত।'

'সাকিবের ব্যাপারটি মোটিভেশন, চাপ হিসেবে নিচ্ছি না। যেন ভালো করতে পারি। সাকিব না থাকায় সবার জন্যই সমান সুযোগ। এমনকি আমার জন্যও। সাকিবের জায়গাটা পূরণ করা সম্ভব না। সাকিব এক দিনে তৈরি হয়নি। ১২-১৩ বছর লেগেছে। সাকিব না থাকলে কিছুটা সমস্যায় পড়তেই হয়। যখন ইনজুরিতে দলের বাইরে ছিল, তখনও দল সাজাতে আমাদের ভুগতে হয়েছে টপক্লাস খেলোয়াড়টি না থাকায়। একাদশে তাই বাড়তি একজন ব্যাটসম্যান বা বাড়তি বোলারের দিকে যেতে হবে আমাদের।'

ক্যারিয়ারের শুরু থেকেই মাহমুদউলস্নাহ ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সাকিবের সঙ্গে, সাকিবের সঙ্গে মনে রাখার মতো জুটিও আছে। মাহমুদউলস্নাহ জানেন, সাকিব না থাকা মানে আসলে দুজনকে হারিয়ে ফেলা। তবে বাস্তবতা হচ্ছে, এখন পরিকল্পনা করতে হচ্ছে সাকিবকে ছাড়াই।

ব্যাটিংয়ের ধারাবাহিকতা রাখার ব্যাপারেই বেশি মনোযোগ দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, 'আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানদের আরও বেশি ধারাবাহিক হতে হবে। বোলারদের ডিফেন্ড করার মতো যথেষ্ট রান বোর্ডে জমা করতে হবে।'

নতুনদের নিয়েও বেশ রোমাঞ্চিত অধিনায়ক। তবে মনে করিয়ে দিলেন, 'বিপস্নব নতুনদের মধ্যে বেশ সম্ভাবনাময়। আমরা চেয়েছিলাম দলে যেন ভালো একজন রিস্ট স্পিনার থাকুক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ও তার সম্ভাবনা দেখিয়েছে। তবে এবার ভারতের বিপক্ষে ওদের মাটিতে খেলতে হবে। ভারত দেশের মাটিতে কতটা দাপট নিয়ে খেলছে, সেটা সবাই জানে। তরুণদের জন্য এটা একটা সুযোগই আমি বলব।'

ত্রিদেশীয় সিরিজে আলো ছড়ানো সাইফউদ্দিনকেও এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। তবে মাহমুদউলস্নাহ আস্থা রাখছেন পেসারদের অভিজ্ঞতার ওপর, 'মুস্তাফিজ, শফিউল বেশ অভিজ্ঞ। আমার মনে হয় ওদের ওপর আমরা আস্থা রাখতে পারি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<73978 and publish = 1 order by id desc limit 3' at line 1