logo
শুক্রবার ২৪ মে, ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ১১ আগস্ট ২০১৮, ০০:০০  

অথার্ভাবে গাদির্ওলাকে পায়নি আজেির্ন্টনা!

রাশিয়া বিশ্বকাপ চলাকালীন আজেির্ন্টনার বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ হোহের্ সাম্পাওলি। পরে দায়িত্বও হারাতে হয়েছিল তাকে। চলতি মাসের শুরুতে অন্তবর্তীর্কালীন কোচের দায়িত্ব পেয়েছেন লিওনেল স্কালোনি-পাবলো আইমার। তবে তাদের নিয়োগ দেয়ার আগে আজের্ন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) চেয়েছিল সময়ের অন্যতম সেরা কোচ পেপ গাদির্ওলাকে। কিন্তু অথার্ভাবে তাকে জাতীয় দলে ভেড়াতে পারেননি এফএফএ- এমনটাই জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।

বিশ্বকাপে ব্যথর্তার পর আজেির্ন্টনার কোচ হওয়ার দৌড়ে উঠে আসে গাদির্ওলার নাম। বতর্মানে ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা এই স্প্যানিশ কোচ এএফএকে ‘না’ বলে দেন। মূলত, আজের্ন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত বেতন-ভাতা প্রত্যাশা অনুযায়ী হয়নি গাদির্ওলার। পরে অথর্ সংকটে ভোগা এএফএও আর সামনে এগোতে পারেনি। বিষয়টি স্বীকার করে তাপিয়া বলেছেন, ‘দীঘের্ময়াদে আমরা গাদির্ওলাকে চেয়েছিলাম। কিন্তু তার জন্য আমাদের মোটা অঙ্কের বেতন দিতে হতো। তার বেতন দেয়া আমাদের জন্য অসম্ভব। আমাদের আথির্ক সামথর্্য খুব একটা ভালো না হওয়ায় আমরা গাদির্ওলাকে নিতে পারিনি। তাকে কোচ হিসেবে পেতে হলে পুরো ফেডারেশনকে বন্ধক রাখতে হবে। তাও পযার্প্ত হতো কী না সন্দেহ আছে।’

শুধু গাদির্ওলা নয়, লিওলেন মেসি-পাওলো দিবালাদের জন্য দুই আজের্ন্টাইন কোচ- মাউরিসিও পচেত্তিনো আর ডিয়েগো সিমিওনের সঙ্গেও কথা বলেছে এএফএ। এ প্রসঙ্গে তাপিয়া বলেছেন, ‘আমরা জানতাম গাদির্ওলা দামি কোচ। তারপরও চেষ্টা করেছিলাম তার সঙ্গে যোগাযোগ করার। কিন্তু এত বেশি বেতন হবে তা ভাবিনি! তবে, হ্যাঁ এটা সত্যি যে, আমরা তাকে পাওয়ার চেষ্টা করেছি। কিন্তু এটি চাওয়াতেই সীমাবদ্ধ ছিল। আমরা টটেনহ্যামের কোচ মাউরিসিও পচেত্তিনি, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওন এবং রিভারপ্লেটের মাসেের্লা গালাদোর্র সঙ্গে কথা বলেছি। স্থায়ীভাবে দীঘের্ময়াদে কোচ নিধার্রণে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। যারা আজেির্ন্টনার কোচ হতে চায় তাদের সঙ্গে আলোচনা করবো। কারণ এটা অনেক গুরুত্বপূণর্ সিদ্ধান্ত।’

আজেির্ন্টনার অনূধ্বর্-২০ দলের কোচের দায়িত্বে ছিলেন স্কালোনি। রাশিয়া বিশ্বকাপে সাম্পাওলির সঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করেন তিনি। তার ওপর আস্থা আছে এএফএ’র। আর গত বছর আজেির্ন্টনার অনূধ্বর্-১৭ ফুটবল দলের দায়িত্বে ছিলেন আজের্ন্টাইন সাবেক মিডফিল্ডার আইমার। আগামী ৭ সেপ্টেম্বরে লস এঞ্জেলসে গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে আজেির্ন্টনা। এটি হবে স্কালোনি আর আইমারের প্রথম পরীক্ষা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে