বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াতে চায় ভারত

পুরো দলের ওপরই পারফর্ম করার চাপ আছে; কোনো নির্দিষ্ট বিভাগের ওপর নয়। আমরা একটা দল হিসেবে হেরেছি, শুধু একটা বোলিং ইউনিট হিসেবে হারিনি। তাই পুরো দলের ওপরই দৃষ্টি থাকবে। দলগতভাবে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যাটসম্যানদের নিজেদের কাজটা ঠিকঠাক করতে হবে
ক্রীড়া প্রতিবেদক
  ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

প্রথম টি২০তে হারের পর সিরিজে টিকে থাকতে দল হিসেবে ব্যাটিং বোলিং সব বিভাগেই ঘুরে দাঁড়ানোর প্রয়োজন দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের কৌশল না জানালেও পরিকল্পনায় যে পরিবর্তন থাকবে, তা জানিয়ে দিলেন অকপটে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি২০তে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দ্বিতীয় টি২০ ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে প্রথম ম্যাচের ব্যর্থতার দায় শুধু বোলিং বা ব্যাটিং বিভাগের ওপর নয়, বরং পুরো দলের ওপরে দিলেন রোহিত,' ব্যাপারটা খুব সহজ, পুরো দলের ওপরই পারফর্ম করার চাপ আছে; কোনো নির্দিষ্ট বিভাগের ওপর নয়। আমরা একটা দল হিসেবে হেরেছি, শুধু একটা বোলিং ইউনিট হিসেবে হারিনি। তাই পুরো দলের ওপরই দৃষ্টি থাকবে। দলগতভাবে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যাটসম্যানদের নিজেদের কাজটা ঠিকঠাক করতে হবে। বোলারদের নিজেদের মেলে ধরতে হবে এবং প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ উইকেট নিতে হবে। এটাই পরিকল্পনা। আমরা কোনো নির্দিষ্ট বিভাগের ওপর মনোযোগ দিচ্ছি না।'

দিলিস্নতে প্রথম টি২০তে ৭ উইকেটে হারা ম্যাচে তারকাসমৃদ্ধ ব্যাটিং লাইনআপ নিয়ে পাওয়ার পেস্নতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান তুলেছিল স্বাগতিকরা। তবে এজন্য ব্যাটসম্যানদের নয় বরং কন্ডিশনের দায় দেখছেন ভারতীয় অধিনায়ক, 'কন্ডিশন আদর্শ ছিল না, আমরা সবাই শট খেলতে ভালোবাসি। কিন্তু বড় শট খেলা সহজ ছিল না। কন্ডিশন মূল্যায়ন করে হিসেব করে দেখতে হতো যে প্রথম ছয় ওভারে, তারপর ৭ থেকে ১৫ ওভারে এবং শেষ ৫ ওভারে আমরা কত রান তুলতে চাই। যখন আপনি অমন একটা পিচে খেলবেন, কত রান তোলাটা ডিফেন্ড করার জন্য আদর্শ হবে তা আপনাকে বুঝতে হবে। অবশ্যই সে রকমই পরিকল্পনা ছিল। ব্যাটসম্যানরা সেটাই করার চেষ্টা করেছিল। কিন্তু যদি পিচ ভালো থাকে, বৃহস্পতিবার আপনারা টিম ইন্ডিয়ার ভিন্ন অ্যাপ্রোচ দেখবেন।'

রাজকোটের এই ভেনু্যতে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি২০ হয়েছে দুটি। দুটিতেই দেখা গেছে রানবন্যা। ২০১৩ সালে এখানে প্রথম টি২০তে অস্ট্রেলিয়া করেছিল ২০১ রান। যুবরাজ সিংয়ের ঝড়ে ওই রানও টপকে ৬ উইকেটে জিতেছিল ভারত। ২০১৭ সালে সর্বশেষ ম্যাচেও দেখা গেছে বড় রান। আগে ব্যাট করে নিউজিল্যান্ড কলিন মুনরোর সেঞ্চুরিতে করে ১৯৬ রান। ভারত অবশ্য ওই রান তাড়া করতে না পেরে থামে ১৫৬ রানে।

সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচের আগের দিন বুধবার উইকেটে দেখা গেল ঘাসের ছোঁয়া। তবে সে ঘাসে আছে মরা ভাব। আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকায় উইকেট থাকতে পারে শক্ত। বল সুন্দর উচ্চতায় ব্যাটে আসলে দেখা যেতে পারে প্রচুর বাউন্ডারি। ভারত অধিনায়ক রোহিত মাঠে ঢুকেই দেখতে গিয়েছিলেন উইকেট। তার কথায় ইঙ্গিত পাওয়া গেল, আসছে বড় রানের ম্যাচ, 'উইকেট ভালোই লাগল। রাজকোটে বরাবরই ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট পাওয়া যায়, বোলাররাও সুবিধা পায়। আমার মনে হয়, দিলিস্নর থেকে এটা ভালো উইকেট হবে।'

রাজকোটের পিচ দিলিস্নর মতো মন্থর হবে না বলে আশাবাদী স্বাগতিক অধিনায়ক, 'আমি আমাদের কৌশল বলতে পারি না। কিন্তু আমাদের অ্যাপ্রোচে পরিবর্তন থাকবে তা আমি নিশ্চিত করেই আপনাকে বলতে পারি। গত ম্যাচে (দিলিস্নতে) আমরা পিচ অনুযায়ী খেলেছিলাম। পিচ যেমন আচরণ করছিল, আমরা সেভাবেই খেলেছিলাম। কিন্তু যদি এখানে (রাজকোট) পিচ ভালো হয়, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অ্যাপ্রোচ ভিন্ন হবে। এখন পর্যন্ত রাজকোটের পিচ সম্পর্কে যতটুকু জানি তাতে আশা করি এটা দিলিস্নর চেয়ে ভালো হবে। তাই

আমাদের অ্যাপ্রোচও ভিন্ন হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74527 and publish = 1 order by id desc limit 3' at line 1