logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০  

শেখ রাসেল টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ রাসেল টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খুলনায় শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার গণভবন থেকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -সৌজন্য
ক্রীড়া প্রতিবেদক

খুলনায় শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, 'শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা করতে হবে। উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সব দিকেই এক্সপার্ট হতে হবে আমাদের সন্তানদের। তরুণদের ভেতরে দেশপ্রেম জাগ্রত করতে হবে। এ জন্য খেলাধুলাকে গুরুত্ব দেওয়া উচিত। আমি নিজেই একজন স্পোর্টস পরিবারের মেয়ে। খেলাধুলা চরিত্র গঠনে সহায়তা করে।'

তিনি বলেন, 'বাংলাদেশকে নিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। সে জন্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদের চরিত্র গঠন করতে পারবে। খুলনায় আয়োজিত এ ধরনের টুর্নামেন্টের সাফল্য কামনা করি। অনেকগুলো দেশ এ টুর্নানেন্টে অংশ নেবে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, 'যারা খেলোয়াড় তারা শুধু নিজেকেই উজ্জ্বল করে না। তারা দেশের মুখও উজ্জ্বল করে। আজকের তরুণরা সারা বিশ্বে খ্যাতি অর্জন করুক, এটাই আমার কামনা।'

মোট ১৮টি দেশের ২০টি ক্লাবের ৬৪ জন টেনিস খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে ১০ জন নারী খেলোয়াড়ও রয়েছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে