শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ভারতীয়রাও বিস্মিত

মুস্তাফিজ ছাড়াই বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

মুস্তাফিজুর রহমান একাদশে নেই! ইন্দোর টেস্টের প্রথম দিনের সকালে বাংলাদেশ একাদশটা রীতিমতো বিস্ময়ের জন্ম দিল ভারতীয় শিবিরে! বিশেষ করে প্রেসবক্সে ভারতীয় সাংবাদিকরা তো দুলছিলেন বিশ্বাস আর অবিশ্বাসের দোলায়! তালিকায় ভুল দেখছি না তো?

ঘটনা কি? দ্য ফিজ কেন নেই একাদশে? আগেরদিন বিরাট কোহলি তো বড় হুমকি হিসেবে দেখেছিলেন তাকে। প্রতিপক্ষে যাকে আতঙ্ক হিসেবে দেখছে টাইগাররা কিনা তাকে ছাড়াই খেলতে নামল?

বৃহস্পতিবার শুরু ইন্দোর টেস্টে টাইগার ম্যানেজমেন্ট একাদশে রাখেনি পেসার মুস্তাফিজকে। টি২০ সিরিজে নখদন্তহীন বোলিংয়ের পর দ্য ফিজে আস্থা রাখতে পারেননি তারা। পেস আক্রমণে আবু জায়েদ চৌধুরীর সঙ্গে মাঠে নামেন এবাদত হোসেন।

বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতায় ১৫০ রানেই অলওয়াউট হয়ে যায়। জবাবে প্রথম দিনে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে ভারত।

মুস্তাফিজের না থাকাটা যারপরনাই বিস্মিত করেছে ভারতীয় সাংবাদিকদের। সেই বিস্ময়ের কথাই জানিয়েছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) স্পেশাল করেসপন্ডেন্ট কুশান সরকার। তিনি বলেন, 'আমি তো খুবই অবাক হচ্ছি। এখন এটা দিনের শেষে বাংলাদেশ ক্যাম্প থেকে যেই আসবে আমাদের সঙ্গে কথা বলতে- আমি জানতে চাইবো যে মুস্তাফিজের ইনজুরি আছে কিনা? যদি ইনজুরি থেকে থাকে তাহলে অন্য ব্যাপার। অবশ্য তখন আরেকটি প্রশ্ন উঠবে ইনজুরি থাকার পরও তাকে কেন দলে রাখা হলো? নেটে তো বল করতে দেখলাম আগের দিন, তখন তো কিছু মনে হলো না!'

কুশান সরকার আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজেছেন, 'ফিট যদিই না থেকে থাকে তাহলে নির্বাচকরা কেন ওকে দলে রাখল, তাহলে তো সেটা অন্যায় ব্যাপার হলো। ইন্দোরের পিচে প্রথমদিনই বল যেভাবে সিম করছে, যেভাবে মুভমেন্ট হচ্ছে সেখানে মুস্তাফিজের মতো বোলার দরকার ছিল। তাছাড়া যদি দেখি অভিজ্ঞতা, এবাদত হোসেন ও আবু জায়েদকে আমি ছোট করছি না কিন্তু ওদের থেকে তো মুস্তাফিজের কোয়ালিটি বেটার। অভিজ্ঞতাও বেশি। যেটা বিরাট কোহলি বলেছেন। তিনি রেখে ঢেকে বলেননি। সোজাসুজি কথা বলেছেন। তিনি মুস্তাফিজকে ইন্টারন্যাশনালি খেলেছেন। আইসিসির ইভেন্টে খেলেছেন। আবারও আইপিএলেও দেখা হয়েছে। আমি তো খুবই বিস্মিত! গত বুধবার চোট লেগেছিল কিনা, নাকি চোট লুকিয়েছেন অনেক প্রশ্ন আমার মনে।'

আইপিএল খেলার সুবাদে ভারতে আলাদা একটা পরিচয় আছে মুস্তাফিজের। এ কারণেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ শুরুর আগেরদিন বুধবার ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, 'অবশ্যই ও খুবই ভালো একজন বোলার। ওর বিপক্ষে আগেও খেলেছি আমরা। ও লাল বলেও বেশ কিছু ম্যাচ খেলেছে। নিশ্চিত করেই ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে আমাদের। কারণ আমাদের দলে না থাকায় বাঁহাতি পেসার আমরা তেমন একটা খেলি না। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে তৈরি আছি।'

কিন্তু ইন্দোরে বাঁহাতি এই পেসারকে খেলতে হলো না। টাইগার একাদশে দ্য ফিজকে না দেখে টাইমস অব ইন্ডিয়ার সিনিয়র সাংবাদিক গৌরব গুপ্তা বলেন, 'যৌক্তিকভাবে যদি বিষয়টা দেখি তবে তো মুস্তাফিজের এই টেস্টে থাকার কথা ছিল। কারণ এই উইকেটে সিমাররা বাড়তি সুবিধা পাবে। তবে আগের দিনই অবশ্য আমার সূত্র থেকে বুঝতে পারছিলাম, ওর ফিটনেসে ঘাটতি আছে। হয়তো ওকে ইডেনে পিঙ্ক বলের দিবা-রাত্রির টেস্টে চাইছে টিম ম্যানেজমেন্ট। তারপরও এটা আমার কাছে বিস্ময় লাগছে যে ওর মতো বোলারের ওপর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আস্থা রাখতে পারেনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75547 and publish = 1 order by id desc limit 3' at line 1