মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জুলাইয়ে ঢাকা আসবে ম্যানইউ

নতুনধারা
  ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বাংলাদেশ সফরে আসবে কি না সেটি এখনো নিশ্চিত নয়। তবে তারা এলে ম্যাচের সাম্ভাব্য সূচি ও প্রতিপক্ষ দল নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ক্লাবটির চার প্রতিনিধি ঢাকায় আসেন।

আগামী বছর জুলাই মাসে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে জনপ্রিয় এ ইংলিশ ক্লাবটির। এর আগে তারা দেখে নিতে চায় নিরাপত্তা, ভেনু্য ও আবাসিক সুযোগ-সুবিধা। ক্লাবের প্রতিনিধি দলে আছেন ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান, দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।

ঢাকা সফরে এলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নির্বাচিত একাদশের সঙ্গে ম্যাচ খেলতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড

পল পগবা, রাশফোর্ডরা বাংলাদেশ সফরে আসলে ম্যাচ খেলবেন একটি। ম্যাচের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে জুলাইয়ে। আর প্রতিপক্ষ হিসেবে প্রস্তাব করা হয়েছে প্রিমিয়ার লিগের নির্বাচিত একাদশের নাম। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, '২৩ অথবা ৩০ জুলাই তারা আসতে চায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই তারিখে বাংলাদেশে আসবে তারা।'

মঙ্গলবার বিকেলে তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঘুরে ঘুরে দেখেন। প্রশ্ন তুলেছেন, মাঠের ঘাস ৫ রকমের কেন? ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটির ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে উপদেষ্টা হিসেবে আছেন সাবেক ফুটবলার আবদুল গাফ্‌?ফার। তিনি জানান, 'তারা মঙ্গলবার বিভিন্ন বিষয় দেখেছেন। তাদের সন্তুষ্টই মনে হয়েছে। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫ রকমের ঘাস কেন প্রশ্ন তুলেছেন। আমরা বলেছি প্রাক মৌসুম। তাই এমন অবস্থা। এগুলো ঠিক করে নেয়া যাবে।'

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করবে সরকার। এজন্য জমকালো প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। প্রায় সব ফেডারেশনই আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছে। ফুটবল করতে চাচ্ছে আরও জমকালো আয়োজন। তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা একাদশের ম্যাচ আয়োজন করার। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এ দলে লিগে খেলা বিদেশি ফুটবলাররাও খেলতে পারবেন।

মঙ্গলবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ সফররত ক্লাবটির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ম্যানইউর ঢাকায় আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে আগেই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<77279 and publish = 1 order by id desc limit 3' at line 1