বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৃতীয় এইচআরসি গলফ কাপ টুর্নামেন্টের উদ্বোধন

যাযাদি রিপোর্ট
  ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০
আপডেট  : ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪২
চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি) চত্বরে শুক্রবার সকালে তৃতীয় এইচআরসি গলফ কাপ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুজ্জামান। এ সময় বিজিসিসি ও এইচআরসি শিল্প পরিবারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন - যাযাদি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি) চত্বরে তৃতীয় এইচআরসি গলফ কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরে আয়োজিত দুই দিনব্যাপী (৬ ও ৭ ডিসেম্বর) টুর্নামেন্টে দেশ-বিদেশের দুই শতাধিক গলফার অংশ নিচ্ছেন। ১৮ হোল গলফে অংশ নিচ্ছেন ৮৪ জন এবং ৯ হোল গলফে ১৮ জন মহিলাসহ মোট ১০৯ জন। জুনিয়র গ্রুপে ২ জন মহিলাসহ ১৭ জনসহ মোট ২১০ গলফার অংশগ্রহণ করছেন। শুক্রবার সকালে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (এডমিন অ্যান্ড ফিন্যান্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিলীপ কুমার রায় এবং ক্লাবের সিইও লে. কর্নেল মো. তৌফিকুল ইসলাম, এইচআরসি গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর (টি) মো. ইদ্রিস, এইচআরসি লাইটিং লিমিটেডের জেনারেল ম্যানেজার রেদুয়ানূল আজিজ, এইচআরসি প্রোডাক্টস লিমিটেডের এজিএম (অর্থ) আতাউর রহমান চৌধুরী ও এজিএম (মার্কেটিং) ইকবাল চৌধুরীসহ এইচআরসি গ্রুপের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সিনিয়র গলফাররা। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা মোহাম্মদ শাহ আলম। টুর্নামেন্টের উদ্যোক্তাদের প্রত্যাশা, এবার তৃতীয় এইচআরসি গলফ কাপ টুর্নামেন্টে গলফাররা চোখ ধাঁধানো পারফর্ম করে গোটা মাঠ মাতিয়ে রাখবেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চট্টগ্রাম অঞ্চলের জিওসি ও বিজিসিসির প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিওসি, পিএসসি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। পরে দেশবরেণ্য সঙ্গীত শিল্পীরা বাংলা গানের সুরে উপস্থিত শ্রোতার মন মাতাবেন। নৈশভোজের পর র‌্যাফেল ড্রর মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে