শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

ক্রীড়া ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

ঘরের মাঠে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর নায়ক বেন স্টোকস আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ২০১৯ সাল জুড়ে দেখানো দুর্দান্ত সব পারফরম্যান্সের জন্য ২৮ বছর বয়সি অলরাউন্ডার হাতে তুলবেন মর্যাদার খেতাব স্যার গ্যারি সোবার্স ট্রফি। বিশ্বমঞ্চ থেকে অ্যাশেজ, দ্বিপক্ষীয় সিরিজ থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ, বছরজুড়ে ব্যাটে-বলে ধারাবাহিকতা ধরে রেখেছিলেন ইংলিশ তারকা অলরাউন্ডার।

২০০৫ সালে আরেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ও ২০১১ সালে জোনাথন ট্রটের পর আবারও কোনো ইংলিশ ক্রিকেটার জিতলেন বর্ষসেরার খেতাব। বিশ্বকাপ ফাইনালের মহাকাব্যিক অপরাজিত ৮৪ তো আছেই। ঘরের মাঠে অ্যাশেজের গতিপথ পাল্টে দেয়া দুর্দান্ত দুটি সেঞ্চুরি, লিডসের সেই অপরাজিত ১৩৫, স্টোকস কাব্যগাথার তালিকা গত বছরে ইমারত গড়েছে। সময়টাতে ১১ টেস্টে ৮২১ রানের সঙ্গে ২২ উইকেট, ওয়ানডেতে ৭১৯ রানের সঙ্গে ১২ উইকেট তুলেছেন ২০ ম্যাচে। বেন স্টোকসের উড়ন্ত বছরে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

আর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার রোহিত শর্মা। সেরা উদীয়মান ক্রিকেটার প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ার মানার্স লেবুশেন। ভারতীয় পেসার দিপক চাহার জিতেছেন সেরা টি২০ পারফরম্যান্সের পুরস্কার। আর বিরাট কোহলি পেয়েছেন 'স্পিরিট অব দা ক্রিকেট' পুরস্কার। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামা স্টিভেন স্মিথকে বিশ্বকাপের ম্যাচে যখন দুয়ো দিচ্ছিলেন দর্শকেরা, কোহলি তখন মাঠ থেকে দর্শকদের আহবান জানিয়েছিলেন দুয়ো না দিয়ে অনুপ্রেরণা জোগাতে।

এছাড়া আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন কোহলি। সহযোগী দেশগুলোর সেরা ক্রিকেটার স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। সেরা আম্পায়ারের পুরস্কার প্রথমবার জিতেছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। স্টোকসের বর্ষসেরা স্বীকৃতি নিয়ে দ্বিমত থাকতে পারে সামান্যই। গত বছর টেস্টে ৮২১ রান করেছেন এই অলরাউন্ডার, উইকেট নিয়েছেন ২২টি। ওয়ানডেতে করেছেন ৭১৯ রান, উইকেট ১২টি।

বিশ্বকাপ ফাইনালে তার নায়কোচিত পারফরম্যান্সেই শিরোপা জিতেছে ইংল্যান্ড। ঘরের মাঠে অ্যাশেজ জিততে না পারলেও স্টোকসের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দলের বিপর্যয়ে অসাধারণ দুটি সেঞ্চুরি করেছেন তিনি অ্যাশেজে, যার একটিতে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলে জিতিয়েছেন দলকে।

তাইতো বর্ষসেরার স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্টোকস, 'সর্বসেরা ক্রিকেটারের স্বীকৃতি স্যার গ্যারি সোবার্স ট্রফি জিততে পারাটা দারুণ তৃপ্তিদায়ক। ইংল্যান্ড ক্রিকেটের জন্য গত ১২ মাস ছিল অবিশ্বাস্য, বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারা ছিল আমাদের সেরা অর্জন। গত ১২ মাস আমার ক্যারিয়ারেও সেরা সময়। এই বছরের অর্জনই সামনের বছরগুলোতে আমাদের আরও সাফল্য পেতে অনুঘটক হিসেবে কাজ করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84498 and publish = 1 order by id desc limit 3' at line 1