শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রæপসেরা হওয়াই লক্ষ্য মেক্সিকোর

আমরা গ্রæপসেরা হওয়ার লক্ষ্য নিয়েই শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলতে নামব। আমি বলছি না আমাদের দলটা তাদের চেয়ে ভালো। তবে আমি আমার সতীথের্দর ওপর ভরসা রাখি। আমরা দেখিয়েছি, সেরা দলগুলোকে সমস্যায় ফেলতে পারি Ñগুইলেরমো ওচোয়া
ক্রীড়া ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০
মেক্সিকোর বিপক্ষে বঁাচা-মরার লড়াইকে সামনে রেখে কঠোর অনুশীলনে সুইডেন ফুটবল দল। শেষ ষোলোতে উঠতে আজকের ম্যাচটিতে জয় পাওয়া অপরিহাযর্ তাদের জন্য Ñওয়েবসাইট

জামাির্ন আর সুইডেনের মতো প্রতিপক্ষ থাকতে কে ভেবেছিল ‘এফ’ গ্রæপ থেকে কোয়ালিফাই করতে পারে মেক্সিকো? ‘এল ট্রি’রা এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেনি। তবে আজ সুইডেনের সঙ্গে কেবল ড্র করলেই গ্রæপসেরা হয়ে শেষ ষোলোতে নাম লেখাবে মধ্য আমেরিকার দলটি। দলের তারকা গোলরক্ষক গুইলেরমো ওচোয়া জানিয়েছেন, সেরা হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।

জামাির্নর বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিনে মেক্সিকোর গোলমুখে যেন দেয়াল হয়ে দঁাড়িয়েছিলেন ওচোয়া। এজন্য তার নামই হয়ে গেছে ‘দ্য সারভাইভর’। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পরবতীর্ ম্যাচেও তিনি বেশ কয়েকটি সেভ করে দলকে জেতাতে সাহায্য করেন। টানা দুই জয়ের পরও অবশ্য তার দল নকআউট পবর্ নিশ্চিত করতে পারেনি। এমনকি, আজ সুইডেনের কাছে হেরে গেলে তাদের ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে! ফলে ম্যাচটিকে গুরুত্বসহকারেই নিচ্ছে মেক্সিকো।

শেষ ষোলোতে যেতে মেক্সিকোর দরকার মাত্র এক পয়েন্ট। তবে সুইডেনের বিপক্ষে জয়ই চায় তারা। যদিও সেটা সহজে আসবে না বলেই মনে হচ্ছে। জামাির্নর বিপক্ষে সুইডিশরা দারুণ লড়াই করে শেষ মুহূতের্ হেরেছে। একটা সময় এগিয়েও ছিল তারা। তবে ওচোয়ার বিশ্বাস তার দল জয় ছিনিয়ে আনতে পারবে, ‘ওটা (জামাির্নর গোল) আমরা বিমানবন্দরে থাকা অবস্থায় শুনতে পাই। সত্যি কথা বলতে, আমরা কোনো হিসাব-নিকাশ করতে যাইনি। জামাির্ন যাই করুক না কেন আমরা গ্রæপসেরা হওয়ার লক্ষ্য নিয়েই শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলতে নামব। আমি বলছি না আমাদের দলটা তাদের চেয়ে ভালো। তবে আমি আমার সতীথের্দর ওপর ভরসা রাখি। আমরা দেখিয়েছি, সেরা দলগুলোকে সমস্যায় ফেলতে পারি।’

মেক্সিকো কোচ হুয়ান কালোর্স ওসোরিওর নাম ধরে দলটির ভক্ত-সমথর্করা ইদানিং গ্যালারিতে হষর্ধ্বনি তুলছে। অথচ কয়েক দিন আগেও চিত্রটা ছিল সম্পূণর্ উল্টো। ২০১৬ সালের কোপা আমেরিকায় চিলির কাছে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত এবং গোল্ড কাপে জ্যামাইকার কাছে অপ্রত্যাশিত হারের পর সমথর্কদের শত্রæতে পরিণত হয়েছিলেন ওসোরিও। সেই ওসোরিওর অধীনেই বিশ্বকাপে দুদার্ন্ত পারফরম্যান্স করছে মেক্সিকো। ভক্তরাও ভালোবাসা দেখাচ্ছেন তার প্রতি। সমথর্করা তার প্রতি যে আচরণ দেখাচ্ছে, সেটা প্রাপ্য বলেই মনে করছেন ওচোয়া।

ওসোরিও কি পারবেন মেক্সিকোকে গ্রæপ পবের্ টানা তিনটি জয় এনে দিতে? সেটা পারলে ইতিহাসই গড়ে ফেলবেন তিনি। কারণ, বিশ্বকাপে এর আগে কখনো গ্রæপ পবের্র সবকটি ম্যাচে জেতেনি মেক্সিকো। মেক্সিকো কেন, মধ্য এবং উত্তর আমেরিকার কোনো দলই সেটা পারেনি।

ওদিকে, ২০১০ এবং ২০১৪ সালের আসর মিস করার পর বিশ্বকাপ খেলতে আসা সুইডেনের জন্য মেক্সিকোর বিপক্ষে জয় পাওয়া আবশ্যক। শুধু জয় পেলেই হবে না, যদি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জামাির্ন জিতে যায়; তবে তাদের চেয়ে সুইডেনের জয়টা হতে হবে বড়। দলীয় কোচ জেন অ্যান্ডারসন অবশ্য আশা ছাড়ছেন না, ‘সম্ভাবনা এখনো টিকে আছে। কাজেই আমাদের গত ম্যাচের দুঃখ ভুলে ঝঁাপিয়ে পড়তে হবে।’

বিশ্বকাপে একবারই মেক্সিকোর মোকাবেলা করেছে সুইডেন। সেই ১৯৫৮ সালের আসরে। সেবার ‘এল ট্রি’দের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সুইডিশরা। সবের্শষ তাদের সাক্ষাত হয় ২০০৯ সালের প্রীতি ম্যাচে। ওই ম্যাচটিতেও ১-০ ব্যবধানে জিতেছিল সুইজারল্যান্ড। দেখা যাক, ইয়েকাতেরিনবাগের্ ভাগ্য ফেরাতে পারে কিনা দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে