বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবার আগে সেমিতে ফিলিস্তিন

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফিলিস্তিন দলের খেলোয়াড়দের সম্মিলিত উচ্ছ্বাস -বাফুফে

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে সবার আগে সেমিফাইনালে নাম লিখিয়েছে 'এ' গ্রম্নপের দল ফিলিস্তিন। শুক্রবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় গ্রম্নপ ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। তবে এই দুই গোলই তারা করেছে সংযুক্তি সময়ের তিন মিনিটের ব্যবধানে। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

র্

যাংকিংয়ের বিচারে শ্রীলংকা থেকে অনেক এগিয়ে ফিলিস্তিন। তাদের বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেলবে লংকানরা সেটা জানাই ছিল। কিন্তু তারপরও সেই রক্ষণ ভাঙতেই রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে শক্তিধর দলটিকে। ৯ মিনিটে দলীয় অধিনায়ক মিডফিল্ডার মোহাম্মদ আবু ওয়াদার পাসে বল পেয়ে ডান পায়ের শট নেন ফরোয়ার্ড মোসাব আবু সালেম। কিন্তু বল ফিরিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার। ১৮ মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে বক্সে জোরালো হেড নিয়েছিলেন ফরোয়ার্ড রিবাল দাহামশি, কিন্তু বল চলে যায় বার ঘেঁষে।

৪০ মিনিটে বক্সের বাইরে থেকে ওয়ারদার শট আটকে দেন এক ডিফেন্ডার। ৪৩ মিনিটে বক্সের খুব কাছেই লংকান ফরোয়ার্ড রাজিক আহমেদকে বল নিয়ে যাবার মুহূর্তে ফেলে দেন ডিফেন্ডার ইয়াজান আইওয়াইয়ি। ফ্রি কিক পায় শ্রীলংকা। রাজিকের ফ্রি কিক বারে লেগে ফেরত আসে। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় লংকানদের। প্রথমার্ধ গোলশূন্য থেকে বিশ্রামে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও রক্ষণাত্মক খেলতে থাকে শ্রীলংকা। বোতলবন্দি ফিলিস্তিনের ফুটবলারদের তাই আক্রমণ শানানোই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। ৫৬ মিনিটে বক্সের খুব কাছে আবু সালেমকে ফাউল করেন লংকান ডিফেন্ডার। মিডফিল্ডার মোহামেদ দারউইশের ডান পায়ের ফ্রি কিক অল্পের জন্য জড়ায়নি জালে। পরের মিনিটেই বক্সে জটলার মধ্য থেকে জোরালো শট নেন আবু সালেম। বল ফিস্ট করেন গোলরক্ষক। ফিরতি বলে ফরোয়ার্ড রিবাল দাহামশি কোনাকুনি যে শটটি নেন সেটি বাঁ পোস্টে লেগে ফেরত আসায় নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ৭০ মিনিটে আরও একটি গোলের সুযোগ হাতছাড়া হয়েছে ফিলিস্তিনের। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে পড়ে ডান পায়ের গড়ানো শট নেন ফিলিস্তিনের মিডফিল্ডার দাউদ ইরাকি। কিন্তু গোলরক্ষক ফিস্ট করে কর্নারের বিনিময়ে এ যাত্রা দলকে রক্ষা করেন। ৮২ মিনিটে বক্সে বদলি ফরোয়ার্ড লাইথ খারুবের শট বাধাপ্রাপ্ত হয় লংকার রক্ষণে। ইনজুরি টাইমে (৯০+২) কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফিলিস্তিন। মিডফিল্ডার সামেহ মারাবার ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন আবুদ ওয়ারদা (১-০)। কিছুক্ষণ পরই ৯৫ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বদলি ফরোয়ার্ড খালেদ সালেম। এগিয়ে আসেন লংকান গোলরক্ষক। ফাঁকা পোস্টে বল ঠেলে দিয়ে আনন্দে মাতেন খালেদ (২-০)। আর এই দুই গোলেই জয় নিশ্চিত হয় ফিলিস্তিনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84816 and publish = 1 order by id desc limit 3' at line 1