বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলার ছবি তুলতে ৮০ দেশ ভ্রমণ

ক্রীড়া ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০

স্ট্যানলি চৌ। বয়স ৭০। কিন্তু তাতেও দমছেন না তিনি। ডায়েট কন্ট্রোল করে ছুটে চলেছেন পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে। সেই ১৯৮২ ওয়াল্ডর্ কাপ থেকে করেছেন শুরু, ফটো সাংবাদিক ক্যারিয়ারে ওয়াল্ডর্ কাপে টানা ১০ম আসর রাশিয়া। কলকাতার ফুটবল ভক্ত দশর্ক পান্না লালের ওয়াল্ডর্ কাপ দশের্নর রেকডের্ক করেছেন স্পশর্।

তবে একটি জায়গায় এগিয়ে গেছেন তিনি অনেক। ১৯৮২ সাল থেকে ওয়াল্ডর্ কাপ, এশিয়ান গেমস, ১৯৮৪ সাল থেকে অলিম্পিক গেমস-কোনোটাই বাদ যায়নি তার। এএফসি’র অফিসিয়াল ফটো সাংবাদিক, এশিয়ান অলিম্পিক কমিটিরও অফিসিয়াল ফটো সাংবাদিক স্ট্যানলি চৌ। স্ত্রী মাকির্ন নাগরিক, ৩ সন্তানও পেয়েছেন সেখানকার নাগরিকত্ব। খেলার ছবি তুলতে তুলতে ৮০টি দেশ ভ্রমণ করেছেন। মেসি, নেইমার, রোনাল্ডোদের অজস্রবার কাছ থেকে দেখতে দেখতে তাদের বন্ধু হয়ে গেছেন। এই লিজেন্ডারিদের বাসা-বাড়িতে পযর্ন্ত যাতায়াত আছে তার। জুলে রিমে ট্রফিতে হাত দিয়ে নিজেকে নিজের ফ্রেমেও রেখেছেন স্ট্যানলি চৌ।

সেন্ট পিটাসর্বাগর্ স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে নেইমার ভনিতার আশ্রয় নিয়ে যে পেনাল্টি আদায় করেছিলেন, পরে ভিএআর এ বাতিল হয়েছে- ওই ছবিটি তারই তোলা। আবার ৯৭তম মিনিটে নেইমারের গোলের যে ছবিটি গ্যাটি ইমেজ সারা বিশে^ ছড়িয়ে দিয়েছে-সেই ছবিটিও তার তোলা। ওয়াল্ডর্ কাপে ব্রাজিলের খেলার ছবি তুলতে এসে ব্রাজিল ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত জাসির্ পরেছেন। আজেির্ন্টনার খেলা দেখতে এসেও একই কাজ করেছেন।

৫৫ বছর বয়সে অবসর নিয়েও পেশা তাকে ছাড়ছে না। সেরা ছবি তুলতে পারদশীর্ বলেই গ্যাটি ইমেজ কতৃর্পক্ষ রেখে দিয়েছে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে