শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাকিবুলের হ্যাটট্রিকে দাপুটে জয় যুবাদের

ক্রীড়া প্রতিবেদক
  ২২ জানুয়ারি ২০২০, ০০:০০
হ্যাটট্রিকের পর রাকিবুলকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস -ওয়েবসাইট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও সহজ জয় পেয়েছে তারা। মূলত বোলারদের দাপটে স্কটিশদের উড়িয়ে দেয় দলটি। ৭ উইকেটের জয়ে কোয়ার্টার ফাইনালে তাই এক পা দিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাঁ-হাতি টাইগার স্পিনার রাকিবুল হাসান। টাইগারদের বোলিং তোপে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় স্কটিশরা। শুরু থেকেই প্রভাব বিস্তার করে বল করতে থাকে বাংলাদেশের বোলাররা। বল হাতে ভেলকিবাজি দেখান রাকিবুল। প্রথম বলে ৭ রান করা কেস সাজ্জাদকে বোল্ড করেন তিনি। পরের বলে লাইল রবার্টসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তৈরি করেন হ্যাটট্রিকের সম্ভাবনা। চারলি পিটকে বোল্ড করার মাধ্যমে বাঁ-হাতি স্পিনার পূরণ করেন হ্যাটট্রিক। মাত্র ৫.৩ ওভার বল করে ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন রাকিবুল ইসলাম।

স্কটিশদের দেয়া ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ১০ রানে শামীম হোসেন ফেরার পর পারভেজ হোসেন আউট হন ২৫ করে। মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা দেখা দেয় টাইগার শিবিরে। তবে বাকি পথে আর কোনো অঘটন ঘটতে দেননি তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। দুজনের অপরাজিত ৫৬ রানের জুটিতে ৩ উইকেটে হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তৌহিদ ১৭ ও জয় ৩৫ রানে অপরাজিত থাকেন।

টস জিতে বেশ খুশি মনেই ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। কিন্তু তারপরই যেন শুরু হয় স্কটল্যান্ডের ডাগআউটে চিন্তা আর দুশ্চিন্তা। সেই যন্ত্রণা তাদের শেষ হয় ৮৯ রানে এসে। ৫০ ওভারের ম্যাচে মাত্র ৩০.৩ ওভারেই স্কটল্যান্ড গুটিয়ে যায় ৮৯ রানে!

মাত্র ২১ রানেই টপ অর্ডারের চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো উজ্জাইর শাহ ও ড্যানিয়েল কেয়ার্নের ব্যাটে। দলীয় ৫২ রানের মাথায় কেয়ার্নসে সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রম্ন এনে দেন মৃতু্যঞ্জয় চৌধুরী। এরপর রাকিবুল হাসানের হ্যাটট্রিকে স্কটিশদের রীতিমতো কোণঠাসা করে ফেলে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.৩ ওভারে মাত্র ৮৯ রানে সবকটি উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২৮ রান করেন উজ্জাইর শাহ। দুই অঙ্ক ছোঁয়া অন্য দুই ব্যাটসম্যান জেমি কেয়ার্নস ১৭ ও অ্যাঙ্গাস গাই করেন ১১ রান।

বাংলাদেশের সফলতম বোলার রাকিবুল হাসান ২০ রান খরচায় নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। বাকি দুটি উইকেট ভাডগ করে নেন শামীম হোসেন ও মৃতু্যঞ্জয় চৌধুরী।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। তাদের দেয়া ১৩০ রানের লক্ষ্যমাত্র ১১.২ ওভারেই পেরিয়ে গিয়েছিল আকবর আলীর দল। এ ম্যাচ জেতায় এক ম্যাচ হাতে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

আগামী শুক্রবার পাকিস্তানের বিপক্ষে গ্রম্নপ পর্বে নিজেদের শেষ ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ। তবে এর আগে আজ বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান জিতলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের শেষ আট। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে গ্রম্নপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩০.৩ ওভারে ৮৯ (গুই ১১, বেন ডেভিডসন ২, ম্যাকিনটোশ ২, জেসপার ০, উজ্জাইর ২৮, ড্যানিয়েল ৭, সাজ্জাদ ৭, জেমি ১৭, ফিশার-কিয়হ ৩; শরিফুল ২/১৩, তানজিম ২/২৬, শামিম ১/১৫, মৃতু্যঞ্জয় ১/৮, রকিবুল ৪/২০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৬.৪ ওভারে ৯১/৩ (তানজিদ ০, ইমন ২৫, শামিম ১০, হৃদয়, মাহমুদুল; কিশার-কিয়হ ৩/২৭, চার্লি ০/২৩, রবার্টসন ০/৭)।

ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85379 and publish = 1 order by id desc limit 3' at line 1