শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমকালো আয়োজনে পর্দা উঠল এশিয়ান গেমসের

মূল ভেন্যু গেøারা বুকানোের্ত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এরপর চারঘণ্টার বণির্ল অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতি, কৃষ্টি তুলে ধরেছে আয়োজক ইন্দোনেশিয়া। জমকালো আতশবাজির আলোয় আলোকিত হয়েছে দ্বীপ দেশটি
ক্রীড়া প্রতিবেদক
  ১৯ আগস্ট ২০১৮, ০০:০০
আপডেট  : ১৯ আগস্ট ২০১৮, ০০:১১
ইন্দোনেশিয়ার রাজধানী জাকাতার্য় শনিবার এমন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই পদার্ উঠেছে ১৮তম এশিয়ান গেমসের। এবারের আসরের ১৪ ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রেকডর্ ১৪৭জন অ্যাথলেট Ñওয়েবসাইট

ইন্দোনেশিয়ার জাকাতার্য় জমকালো আয়োজনে পদার্ উঠল ১৮তম এশিয়ান গেমসের। মূল ভেন্যু গেøারা বুকানোের্ত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এরপর চার ঘণ্টার বণির্ল অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতি, কৃষ্টি তুলে ধরেছে আয়োজক ইন্দোনেশিয়া। জমকালো আতশবাজির আলোয় আলোকিত হয়েছে ইন্দোনেশিয়া। দুই শতাধিক বাদকের ভুবন ভোলানো সূরে-তালে নৃত্যে মেতেছিলেন চার হাজার শিল্পী। আসরের থিম সং ‘মেরয় বিতাং’ মানে ‘ছুটে চলো তারার পানে’ নিয়ে মঞ্চে হাজির হন উইজ্জি, তুসলু আর আঙ্গুনের মতো বিশ্বখ্যাত শিল্পীরা। সবশেষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকে উইদোদোর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা। ছিল বণার্ঢ্য মাচর্পাস্ট। ৪৫টি দেশের প্রায় সাড়ে ছয় হাজার অ্যাথলেটের মধ্যে লাল-সবুজের পতাকা তুলে ধরে মাচর্পাস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন ২০১৬ এসএ গেমসের স্বণর্জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এবার পদক জয়ের লড়াইয়ে নেমে পড়বেন অ্যাথলেটরা। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৫টি দেশ। ৪০টি ডিসিপ্লিনে ৪৬৫টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। আসরের ১৪ ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রেকডর্ ১৪৭জন অ্যাথলেট। ক্রিকেট না থাকাতে এবারের এশিয়ান গেমসে পদকের আশা কেবল মহিলা কাবাডিকে ঘিরে। পরপর তিন আসরে ব্রোঞ্জ জিতেছে মহিলা কাবাডি দল। এবার অবশ্য কাবাডির পাশাপাশি পদকের প্রত্যাশা শুটিং এবং আচাির্রতে। এদিকে, এশিয়ান গেমসের জন্য পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ পুরুষ কাবাডি দল। দীঘর্ ৯ মাসের অনুশীলনের পরও ঘাটতি দেখছেন কোচ সুবীমল চন্দ্র দাশ। শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে না পারায় অসন্তুষ্ট তিনি। নিজেদের শক্তিমত্তা সম্পকের্ও পুরোপুরি ধারণা দিতে পারছেন না। এরপরও এই ইভেন্ট থেকে পদক জয়ের আশা করছে বাংলাদেশ। গেল দুই এশিয়াডে মেয়েরা পদক জিতলেও ব্যথর্ পুরুষ দল। অথচ ১৯৯০ থেকে ২০০৬ সাল পযর্ন্ত চার আসরে টানা পদক জিতেছিল বাংলাদেশের ছেলেরা। তাই এবারের চ্যালেঞ্জ পদক জয়ের। ইরান-ভারতের মতো শক্তিধর দলের থেকে অনেকটা পিছিয়ে থাকার পরও ব্রোঞ্জ পদক নিয়ে ঘরে ফিরতে চান জাকিররা। নিয়মিত লিগ ও টুনাের্মন্ট আয়োজনে ধরাছেঁায়ার বাইরে পাশ্বর্বতীর্ দেশ ভারত। ইরান, পাকিস্তান, জাপানও এগিয়েছে। তবে তাল মেলাতে পারেনি বাংলাদেশ। প্রতিযোগিতামূলক আসরে নতুন ভাবে ফিরতে চান কোচ সুবীমল চন্দ্র। তিন কোচের অধীনে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষের ম্যাচ ভিডিও দেখে সাজানো হয়েছে পরিকল্পনা। ভারত-ইরানকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও, ভালো খেলেই পদক জিততে চায় খেলোয়াড়রা। কাজে লাগাতে চান ভারতীয় লিগ প্রোর-কাবাডির অভিজ্ঞতা। এশিয়ান গেমসে এ পযর্ন্ত ১২টি পদক জিতেছে বাংলাদেশ। ১৯৮৬ সালে সিউল এশিয়াডে বক্সিংয়ে মোশাররফ হোসেন প্রথম ব্যক্তিগত পদক উপহার দেন দেশকে। যেটি এখন পযর্ন্ত এশিয়াডে জেতা বাংলাদেশের একমাত্র ব্যক্তিগত পদক। সিউল এশিয়াডে মোশাররফ হোসেনের পর ১৯৯০ বেইজিং এশিয়াড থেকে ২০০৬ দোহা এশিয়াড পযর্ন্ত পুরুষ কাবাডিতে টানা ৫ পদক জয় করে বাংলাদেশ। যার ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ। ২০০৬ সাল থেকে অবশ্য পুরুষ কাবাডিতে পদক খরা। ২০১০ ও ২০১৪ আসরে নারী কাবাডি যুক্ত হওয়ায় সেখান থেকে আসে দুটি ব্রোঞ্জ পদক। এবার পুরুষ কাবাডিতে হারানো গৌরব ফেরানোর প্রত্যয় নিয়ে থাইল্যান্ড গেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। কিন্তু শুক্রবার হওয়া আসরের ড্র কঠিন পরীক্ষায়ই ফেলে দিয়েছে তাদের। ‘এ’ গ্রæপে বাংলাদেশের অন্য তিন সঙ্গী থাইল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ কোরিয়া। আজ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে লড়্ইায়ে নামবে বাংলাদেশ। পরেরদিনই থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এরপর ২১ আগস্ট শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২২ আগস্ট প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ছেলেদের তুলনায় সহজ গ্রæপে রয়েছে নারী কাবাডি দল। ‘বি’ গ্রæপে তাদের সঙ্গী ইরান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। আজ চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আব্দুল জলিলের শিষ্যরা। ২০ আগস্ট দক্ষিণ কোরিয়া ও ২১ আগস্ট ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পুরুষ ও নারী দুই বিভাগেই সেমিফাইনাল ২৩ আগস্ট। ফাইনাল অথার্ৎ সোনার পদকের লড়াই ২৪ আগস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে