শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোনালদোর পেনাল্টিতে রেকডর্

ক্রীড়া ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০

ইরানের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর মিস করা পেনাল্টিটা রাশিয়া বিশ্বকাপের রেকডর্। এর আগে বিশ্বকাপের কোনো আসরে এত পেনাল্টি হয়নি। নকআউটপবর্ শুরু হওয়ার আগেই ২০টি পেনাল্টি হয়ে গেছে রাশিয়া আসরে।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ প্রযুক্তির সুবিধায় চলতি বিশ্বকাপের ১৯তম পেনাল্টি পায় পতুর্গাল। কিন্তু ‘প্রতিদ্ব›দ্বী’ লিওনেল মেসির পাশে নাম লিখিয়ে পেনাল্টি মিস করেন রোনালদোও। ‘ভিএআর’ প্রযুক্তির সুবিধায় পরে অবশ্য একটি পেনাল্টি পায় ইরানও। তা থেকে সমতাসূচক গোলও করে ইরানিয়ানরা।

এ পযর্ন্ত হওয়া ২০টি পেনাল্টির ১৫টিতে গোল হয়েছে। মিস হয়েছে ৫টি। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে সবমিলিয়ে পেনাল্টি হয়েছিল ১৩টি। তার আগে ১৯৯০, ১৯৯৮ ও ২০০২ তিন টুনাের্মন্টে পেনাল্টি থেকে গোল হয়েছিল সমান ১৮টি করে।

এই বিশ্বকাপে পেনাল্টিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ প্রযুক্তির বেশ অবদান রাখছে। ২০ পেনাল্টির মধ্য ‘ভিএআর’র সাহায্যে এসেছে ৭টি। এছাড়া রেফারিদের দেয়া আরও কয়েকটি পেনাল্টি সিদ্ধান্ত বহাল থাকে ‘ভিএআর’র কল্যাণে। আবার পেনাল্টি নাকচ হওয়ারও রেকডর্ আছে এই প্রযুক্তিতে।

এই বিশ্বকাপে প্রায় দুই ম্যাচ অন্তর অন্তর পেনাল্টি হচ্ছে। যে হারে পেনাল্টি হচ্ছে সে হিসেবে টুনাের্মন্ট শেষ হওয়া পযর্ন্ত পেনাল্টির সংখ্যা ৩০টি ছাড়িয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে