মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

বাংলাদেশের নতুন বোলিং কোচ গিবসন

ক্রীড়া প্রতিবেদক

গত কিছুদিনের ঘটনাপ্রবাহে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল, কে পাচ্ছেন বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। দল পাকিস্তানে যাওয়ার আগের রাতে সেই ঘোষণাও চলে এলো। ওটিস গিবসনকেই জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের বোলারদের দায়িত্ব নিচ্ছেন গিবসন। সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলারের দায়িত্ব শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান সফর দিয়ে। দলের সঙ্গে লাহোরে যোগ দেবেন তিনি।

সদ্য সমাপ্ত বিপিএলে কুমিলস্না ওয়ারিয়র্সের প্রধান কোচ ছিলেন গিবসন। বিপিএল চলার সময়ই তার সঙ্গে আলোচনা করে বিসিবি। গিবসনও তখন ওই দফায় বলেন, দায়িত্বটি নিতে তিনি খুবই আগ্রহী। বিপিএলে সিলেট থান্ডারের বোলিং কোচ হিসেবে কাজ করা সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ন্যান্টি হেওয়ার্ডও আগ্রহী ছিলেন দায়িত্বটি পেতে। তবে শেষ পর্যন্ত গিবসনের অভিজ্ঞতায় ভরসা রাখল বিসিবি। খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন গিবসন। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য ক্যারিয়ার ছিল দারুণসমৃদ্ধ। ইংলিশ কাউন্টিতে খেলেছেন দাপটে। তবে কোচ হিসেবে সাফল্যে ছাপিয়ে গেছেন খেলোয়াড়ি জীবনকে।

২০০৭ ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেয়ে দারুণ সফল হয়েছিলেন। পরে ওয়েস্ট ইন্ডিজের ছিলেন প্রধান কোচ। তার কোচিংয়ে ২০১২ টি২০ বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। পরে আরও দুই দফায় ছিলেন ইংল্যান্ডের বোলিং কোচ। সবশেষ বিপিএলের আগে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির বিশ্বাস, বাংলাদেশের দায়িত্বেও সফল হবেন গিবসন।

'গিবসন খুবই অভিজ্ঞ, ক্রিকেট বিশ্বজুড়ে খেলা ও কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। বাংলাদেশের ক্রিকেটকেও সম্প্রতি দেখেছেন খুব কাছ থেকে। আমি নিশ্চিত, বাংলাদেশের কোচিং গ্রম্নপে তার অন্তর্ভুক্তি হবে মহামূল্য।'

না খেলেই তৃতীয় রাউন্ডে সিৎসিপাস!

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনে না খেলেই তৃতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে স্তেফানোস সিৎসিপাসের। না খেলে- এজন্যই বলতে হচ্ছে চোটের কারণে দ্বিতীয় রাউন্ডে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তার প্রতিপক্ষ ফিলিপ কোলশ্রাইবার। ছেলেদের এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অগ্রযাত্রা ধরে রেখেছেন ঠিকমতোই। জাপানের তাতসুমা ইতোকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্স্নাম ও অস্ট্রেলিয়ান ওপেনে আটবার জয়ী জোকোভিচ। অপর দিকে মেয়েদের এককেও সরাসরি সেটে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নাওমি ওসাকা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মুখোমুখি হয়েছিলেন চীনের ঝেংয়ের। ম্যাচটি ৬-২, ৬-৪ গেমে জিতলেও দ্বিতীয় সেটে মেজাজ হারিয়ে ফেলেছিলেন তিনি। ঝেং তার সার্ভিস ব্রেক করাতেইর্ যাকেট ছুড়ে ফেলে দিয়েছিলেন। ম্যাচের পর ওসাকা বলেছেন কেন এভাবে মেজাজ হারিয়েছিলেন, 'কোর্টে আগেও আমার এমনটা হয়েছে। তখন ভাবছিলাম, এবার আমি কোনোভাবেই তৃতীয় সেট খেলতে চাই না।'

প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে বিদায় দেওয়া কোকো গফও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। তবে প্রথম সেটটা তিনি হেরে গিয়েছিলেন। রোমানিয়ান সোরানা সিরস্তেয়ার কাছে তিনি প্রথম সেটে হারেন ৪-৬ গেমে। তারপরের সেটেই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ৪-৬, ৬-৩, ৭-৫ গেমে। গফ তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ওসাকার। ফলে তৃতীয় রাউন্ডে জমজমাট লড়াই অপেক্ষা করছে। টানা দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্স্নামে মুখোমুখি হচ্ছেন দুজন। সর্বশেষ সেপ্টেম্বরে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেও তারা মুখোমুখি হয়েছিলেন। সেবার গফকে ৬-৩, ৬-০ গেমে হারান ওসাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85572 and publish = 1 order by id desc limit 3' at line 1