শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্দান্ত জয়ে সিরিজ শুরু ভারতের

ক্রীড়া ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০
অকল্যান্ডে শুক্রবার পাঁচ টি২০'র প্রথমটিতে রান উৎসবের ম্যাচে রেকর্ড গড়া জয়ে দৃঢ় হাতেই ব্যাট চালিয়েছেন শ্রেয়াস আয়ার। অপরাজিত ৫৮ রানের ইনিংসে ম্যাচ জিতিয়ে থেমেছেন, হয়েছেন ম্যাচসেরাও -ওয়েবসাইট

ছোট মাঠ, উইকেট ব্যাটিং স্বর্গ। ইডেন পার্ক তাই প্রায়ই হয়ে ওঠে বোলারদের বধ্যভূমি আর ব্যাটসম্যানদের প্রিয় প্রাঙ্গণ। তেমনই আরেকটি রান উৎসবের ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেল নিউজিল্যান্ড। দেশের বাইরে নিজেদের রান তাড়ার নতুন রেকর্ড গড়ে জিতল ভারত।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি২০তে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। অকল্যান্ডে আগে ব্যাট করতে নেমে কলিন মুনরো-কেন উইলিয়ামসনে অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে কিউইরা। জবাবে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত।

নিউজিল্যান্ডের দেয়া পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায়। ৬ বলে ৭ রান করে ফিরে যান রোহিত। এরপরই কিউই বোলারদের ওপর তান্ডব চালাতে থাকেন ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। তাদের ৫০ বলে ৯৯ রানের জুটি ভাঙেন ইশ শোধি। ২৭ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান রাহুল। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছয়ের মার। এর পরপরই ফিরে যান বিরাট কোহলি। ৩২ বলে ৪৫ রান করে বেস্নয়ার টিকনারের শিকারে পরিণত হন তিনি। আশা জাগিয়েও দ্রম্নতই ফিরে যান শিভম দু্যবে। ৯ বলে ১৩ রান করে সোধির বলে সাউদির হাতে ধরা পড়েন তিনি।

অল্প রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। তবে শ্রেয়াস আয়ারের ক্যামিওর সামনে দাঁড়াতে পারেনি কিউই বোলাররা। ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। ২৯ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস। ৫টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান তিনি। অপরপ্রান্তে ১২ বলে ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন মনিশ পান্ডে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। ৭.৫ ওভারে ৮০ রান তুলে নিউজিল্যান্ডকে বড় রানের ভিত গড়ে দেন তারা। ১৯ বলে ৩০ রান করা গাপটিলকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রম্ন এনে দেন তরুণ শিভম দু্যবে।

আরেক ওপেনার কলিন মুনরোর পর অর্ধশতকে পর অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের ঝড়ো ব্যাটিংয়ে ২০৩ রানের পুঁজি পায় স্বাগতিকরা। ৪২ বলে ৬টি চার ও ২টি ছয়ের মারে ৫৯ রান করেন মুনরো।

সমান চারটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ২৬ বলে ৫১ রান করেন উইলিয়ামসন। আর শেষের দিকে তান্ডব চালানো টেইলরের ব্যাট থেকে আসে ৫৪ রান। তার ২৭ বলের ইনিংসটি সাজানো ছিল ৩টি করে চার ও ছয়ের মারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85883 and publish = 1 order by id desc limit 3' at line 1