মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিএমের পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগ কমানোর সতকর্তা বিএমডবিøউর

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০১৮, ০০:০০

জেনারেল মোটরসের (জিএম) পর এবার বিএমডবিøউর পক্ষ থেকেও সতকর্ করে বলা হয়েছে, আমদানিকৃত গাড়িতে মাকির্ন শুল্কারোপের ফলে যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ কমবে এবং কমীর্ ছঁাটাই হবে। জামার্নভিত্তিক কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা কারখানা থেকে বিপুল পরিমাণ গাড়ি রপ্তানি করে থাকে তারা। খবর রয়টাসর্

আমদানিকৃত গাড়ির কারণে দেশের জাতীয় নিরাপত্তায় কোনো ধরনের হুমকি সৃষ্টি হচ্ছে কিনা, তা জানতে গত মাসে একটি অনুসন্ধান কাযর্ক্রম শুরু করেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সংযোজিত হয়েছেÑ এমন গাড়ির ওপর ২০ শতাংশ আমদানি শুল্কারোপেরও হুমকি দিয়েছে তারা। কিন্তু আরোপিত এসব শুল্ক কোনোভাবেই যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি এবং প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করবে না জানিয়ে চলতি সপ্তাহে দেশটির বাণিজ্যমন্ত্রী উইলবার রসের কাছে একটি চিঠি পাঠায় বিএমডবিøউ। চিঠিতে বিএমডবিøউ জানায়, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে অভ্যন্তরীণ গাড়ি নিমার্তাদের আপাত কোনো সম্পকর্ নেই।’ সাউথ ক্যারোলাইনায় বিএমডবিøউর কারখানাটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং এখানে বাষির্ক উৎপাদনের ৭০ শতাংশেরও বেশি গাড়ি বিশ্বের বিভিন্ন বাজারে রপ্তানি করা হয়। এরই মধ্যে চীনের শুল্কারোপের ফলে সেখানে গাড়ি রপ্তানি ব্যয় বেড়ে গেছে বলে জানিয়েছে বিএমডবিøউ। প্রসঙ্গত, চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপের পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে নিমির্ত যাত্রীবাহী গাড়ির ওপরও চীন শুল্কারোপ করে। যুক্তরাষ্ট্র যদি আরও শুল্কারোপ করে, তাহলে চীন ও ইইউ থেকেও পাল্টা পদক্ষেপ গ্রহণ বেড়ে যাবে। বিএমডবিøউ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া যন্ত্রাংশের ওপর উচ্চ শুল্ক বসানোর কারণে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য উৎপাদন স্থানগুলোয় প্রতিযোগিতা সক্ষমতা আরও বেড়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে