মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রানার অটোমোবাইলস-পাঠাও চুক্তি

নতুনধারা
  ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

রানার অটোমোবাইলস লিমিটেড এবং শীষর্ রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও যৌথভাবে মানুষকে সাশ্রয়ী যানবাহন সেবা দেবে। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একটি চুক্তি স্বাক্ষর করেছে।চুক্তির আওতায় খুব কম ডাউন পেমেন্ট দিয়েই এমআই (১২/১৮ মাসের কিস্তি) সুবিধায় রানার মোটরসাইকেল কেনা যাবে। রাজধানীর তেজগঁাওতে রানার গ্রæপের প্রধান কাযার্লয়ে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রæপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, পরিচালক আমিদ সাকিফ খান, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কমর্কতার্ মুকেশ শমার্, হেড অফ করপোরেট সেলস আশিক আহমেদ এবং পাঠাওয়ের প্রধান নিবার্হী কমর্কতার্ হুসেইন এম ইলিয়াস এবং হেড অফ করপোরেট রুজান সারওয়ারসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কমর্কতার্রা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে