শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

কাট্টালি টেক্সটাইলের

আইপিও শেয়ার বিওতে

যাযাদি রিপোটর্

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে অথর্ উত্তোলনকারী প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইল লিমিটেডের লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গত ৩০ অক্টোবর সিডিবিএলের মাধ্যমে শেয়ার বিও হিসাবে জমা করেছে। এখন কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে লেনদেনের তারিখ চূড়ান্ত করা হবে। এর আগে কোম্পানিটি গত ৪ অক্টোবর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করে। কোম্পানিটি আইপিওর চঁাদা গ্রহণ ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পযর্ন্ত চলে।

কোম্পানিটিকে গত ৩১ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আইপিও সম্মতিপত্র গ্রহণ করে। গত ২৬ জুন কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন করে কমিশন।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৩৪ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নিমার্ণ, কমর্চারীদের ডরমেটরি ভবন নিমার্ণ, নতুন যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনমূর্ল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

লেনদেনের শীষের্ খুলনা পাওয়ার

যাযাদি রিপোটর্

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীষের্ রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১০ দশমিক ৮৪ শতাংশ দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির এক কোটি ২৭ লাখ ৮১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৪ কোটি ৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির এক কোটি ৯২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য এক কোটি ৯২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৬ লাখ ৭৬ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ লাখ ৩৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার, ইনটেক, সামিট পাওয়ার, অ্যাভেন্ট ফামার্, বিবিএস ক্যাবলস, ভিএফএস থ্রেড ডাইং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ডিএসইতে পিই রেশিও বেড়েছে

যাযাদি রিপোটর্

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাবির্ক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫.০১ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৯৯ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে তত দিন বিনিয়োগ নিরাপদ থাকে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪১.১ পয়েন্টে, সিরামিক খাতের ২৬.৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.২ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৪ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১১.৪ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২১.৯ পয়েন্টে।

এ ছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ৩৭ পয়েন্টে, বিবিধ খাতের পয়েন্টে, এনবিএফআই খাতে ১৬.৭ পয়েন্ট, কাগজ খাতের ২৭.৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৯.৭ পয়েন্টে, চামড়া খাতের ১৭.২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৬.৪ পয়েন্টে, বস্ত্র খাতের ২১.৪ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২২ পয়েন্টে অবস্থান করছে।

ব্র্যাক ব্যাংকের ইপিএস

৩ টাকা ৫৫ পয়সা

যাযাদি ডেস্ক

অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন অনুসারে, হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৫৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ এ ব্যাংকের এনএভিপিএস দঁাড়িয়েছে ৩০ টাকা ২৬ পয়সা।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন পযাের্লাচনা করে ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্র্যাক ব্যাংক। বাষির্ক ইপিএস ছিল ৬ টাকা ৭ পয়সা, আগের বছর যা ছিল ৫ টাকা ৪৭ পয়সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20815 and publish = 1 order by id desc limit 3' at line 1