শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বিকল্প লেনদেন প্লাটফমর্ গড়ার উদ্যোগ

নতুনধারা
  ০৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্ পুঁজিবাজারে বিকল্প লেনদেন প্লাটফমর্ গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মূল বোডর্ ও স্মল ক্যাপিটাল প্লাটফমের্ নেই এমন কোম্পানি নিয়ে পুঁজিবাজারে পৃথক অলটারনেটিভ ট্রেডিং বোডর্ (এটিবি) গঠিত হবে। এটিবির আওতায় কোনো কোম্পানি মূলধন উত্তোলন করবে না তবে বিনিয়োগকারীরা মূলধন বিনিয়োগে পৃথক একটা প্লাটফমর্ পাবে। এটিবি ক্রেতা-বিক্রেতা ও কোম্পানির মধ্যে যোগসূত্র সমন্বয় করবে। এই বোডর্ গঠনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অলটারনেটিভ ট্রেডিং বোডর্ রুলস ২০১৮ আইনের খসড়া প্রকাশ করেছে। প্রস্তাবিত এই আইনের বিষয়ে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে মতামত চেয়েছে কমিশন। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, অল্টারনেটিভ ট্রেডিং প্লাটফমর্ রুলস কাযর্কর হলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ওভার দ্য কাউন্টার) রুলস ২০০১ বাতিল হয়ে যাবে। বাতিল হলেও যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে বাতিল হওয়া আইনের আলোকেই। সাধারণত কমিশন প্রথমে খসড়া আইন প্রকাশ করে মতামত আহŸান করে। আর এই মতামতের পরিপ্রেক্ষিতে কাটছাঁট ও সংশোধন করে চ‚ড়ান্ত আইন গেজেট আকারে প্রকাশ করে কমিশন। সেই হিসেবে বিকল্প লেনদেন প্লাটফমর্ ‘এটিবি’ বোডর্ গঠনে খসড়া প্রকাশ করে, মতামত পাওয়ার পরই আইনটি চ‚ড়ান্ত হবে। পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর ফলে পুঁজিবাজারের বাইরে থাকা অসংখ্য কম্পানির শেয়ার লেনদেনে আইনি প্লাটফমর্ তৈরি হবে। বাজারে পণ্যের বৈচিত্র্য ও বিনিয়োগের বিকল্প ব্যবস্থা থাকলে বিনিয়োগকারী সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সূত্র জানায়, পুঁজিবাজারে মূল বাজারের পাশাপাশি যোগ্য বিনিয়োগকারীদের নিয়ে শেয়ার লেনদেনের পৃথক প্লাটফমর্ ‘স্মলক্যাপ’ মাকের্ট গঠনে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ। এরই মধ্যে ২০১৮ সালের ২৭ অক্টোবর ‘কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কম্পানি রুলস-২০১৬’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। স্মল ক্যাপ বোডর্ আইন অনুযায়ী, ন্যূনতম পাঁচ কোটি টাকা মূলধন উত্তোলনের পর ৩০ কোটি টাকার কম মূলধনী কোম্পানি তালিকাভুক্ত হয়ে স্মলক্যাপ বোডের্ লেনদেন করতে পারবে। এই বোডের্ ‘যোগ্য বিনিয়োগকারী’, যাদের উচ্চ সম্পদ রয়েছে শুধু তারাই (কোয়ালিফাইড ইনভেস্টর) লেনদেন করতে পারবে। এটিবি প্লাটফমের্র খসড়া আইন অনুযায়ী মূল বোডের্ তালিকাভুক্ত ও স্মলক্যাপ বা ন্যূনতম পাঁচ কোটি টাকা রয়েছে এমন স্বল্প মূলধনী কোম্পানি এটিবি বোডের্ লেনদেন করতে পারবে না। অথার্ৎ পাঁচ কোটি টাকার কম মূলধনী কোম্পানি এখানে শেয়ার লেনদেন করতে পারবে। এটিবি প্লাটফমের্র খসড়া আইনে বলা হয়েছে, এটিবি প্লাটফমের্ লেনদেনের জন্য ইস্যুয়ার বা কম্পানি স্টক এক্সচেঞ্জে আবেদন করবে। কোম্পানির পক্ষে কাজ করতে একজন মাচের্ন্ট ব্যাংকার নিয়োগ করবে। ৩০ কাযির্দবসের আবেদন গ্রহণ অথবা বাতিলের বিষয়ে অবহিত করবে স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজারের অন্য কোনো প্লাটফমের্ একটি কোম্পানি তালিকাভুক্ত হলে এটিবি প্লাটফমর্ সুবিধা থেকে বাতিল করতে পারবে স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজার ও বিনিয়োগকারী স্বাথের্ কমিশন শুনানির সুযোগ প্রদানসাপেক্ষে যে কোনো কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করতে পারবে। এটিবি বোডের্ শেয়ার ক্রয়-বিক্রয় নিয়ে বলা হয়েছে, স্টক ডিলার ও ব্রোকারের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের অনুমোদিত প্রক্রিয়ায় লেনদেন সম্পন্ন হবে। সিকিউরিটিজের ধরন অনুসারে স্টক এক্সচেঞ্জ এটিবির লেনদেন প্লাটফমের্র শ্রেণীকরণ ও ফি, কমিশন এবং চাজর্ নিধার্রণ করবে। কমিশনের অনুমোদনক্রমে এক্সচেঞ্জ এটিবির সিকিউরিটিজের জন্য প্রতিবেদন জমা, ডিসক্লোজার ও তথ্য প্রদানের শতার্বলি নিধার্রণ করবে। কমিশনের পূবার্নুমোদন সাপেক্ষে এক্সচেঞ্জ এ আইনের আওতায় এটিবি অপারেশনাল হ্যান্ডবুক প্রকাশ করবে, যা এ আইনের একটি অংশ হিসেবে বিবেচিত হবে। খসড়ায় আরো বলা হয়েছে, এ আইনের কোনো বিষয়ে বিভ্রান্তি তৈরি হলে সেই বিষয়ে কমিশন ব্যাখ্যা দেবে। কমিশন প্রয়োজনবোধে নিদের্শনা, গাইডলাইন তৈরি ও যুক্তিসংগত কারণে কমিশন বিধিনিষেধ কিংবা শতর্ আরোপ করতে পারবে। এ আইন কোথাও ব্যত্যয় হলে কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অডির্ন্যান্স ১৯৬৯ অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। আর কমিশন চাইলে কোনো ব্যক্তি, সিকিউরিটিজ ও শেয়ার লেনদেনকে অব্যাহতি দিতে পারবে কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে