শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টানর্ওভারের শীষের্ বস্ত্রখাত

নতুনধারা
  ০৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানর্ওভারের শীষের্ অবস্থান করছে বস্ত্র খাত। তবে সবির্নম্নে অবস্থান করছে সাধারণ বিমা ও মিউচ্যুয়াল ফান্ড খাত। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২১ শতাংশ ছিল ওষুধ খাতের। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। লেনদেনে এ খাতের অংশ ছিল ১৯ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও কাগজ খাত। ডিএসইর মোট লেনদেনের ৯ শতাংশ ছিল এ ২ খাতের।

এর পরের অবস্থানে ছিল জ্বালানি বিদ্যুৎ ও বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ৮ শতাংশ করে ছিল এ ২ খাতের।

এ ছাড়া, খাদ্য খাতের ৫ শতাংশ,ব্যাংক, ট্যানারি, সিরামিক খাতে ৪ শতাংশ করে, আইটি ও এনবিএফআই খাতে ২ শতাংশ, সিমেন্ট, পযর্টন, জীবন বিমা, জুট, টেলিকউনিকেশন, সেবা ও আবাসন খাতে ১ শতাংশ করে ছিল।

আর মিউচ্যুয়াল ফান্ড ও সাধারণ বিমা খাতে ছিল শূন্য শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<2446 and publish = 1 order by id desc limit 3' at line 1