বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে প্রথমবারের মতো ওপ্লের শোরুম উদ্বোধন

যাযাদি রিপোটর্
  ১০ জানুয়ারি ২০১৯, ০০:০০

চীনের বিশ্বখ্যাত এলইডি লাইটিং প্রতিষ্ঠান ‘ওপ্ল’ লাইটিংয়ের প্রথমবারের মতো বাংলাদেশে শোরুম উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় এইচআরসি লাইটিং লিমিটেডের তত্ত¡াবধানে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করেন এইচআরসি গ্রæপের কো-অডিের্নটর- করপোরেট অ্যাফেয়াসর্ হালিফ রাঈস চৌধুরী। এই শোরুমে করপোরেট, ইন্ডাস্ট্রিয়াল, স্ট্রিট, ড্রয়িং, বেডরুম, কিচেন, বাথ ও ওয়াশরুমসহ গৃহসজ্জার সব ধরনের এলইডি লাইটিং সলিউশন পাওয়া যাবে।

শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচআরসি গ্রæপের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শওকত জামান, মাহফুজল হক, সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) সৈয়দ আবু তালেব, সিনিয়র এজিএম (অ্যাকাউন্টস) দিপক কুমার পাল, এজিএম (প্রশাসন) গোলাম ফারুক আলম, এজিএম (অ্যাকাউন্টস) আতাউর রহমান চৌধুরী, এজিএম (প্রোডাক্টস) ইকবাল চৌধুরী, এইচআরসি লাইটিং লিমিটেডের জেনারেল ম্যানেজার রেদুয়ানুল আজিজ, সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস, লাইটিং) শাহ আলম, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. ইকবাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রেদুয়ানুল আজিজ জানান, বাংলাদেশে এইচআরসি লাইটিং লিমিটেডই ওপ্লের একমাত্র এজেন্ট। চাইনিজ এই লাইটিং ব্র্যান্ডটি পাশর্¦বতীর্ দেশ ভারতসহ বিশ্বের ৭০টি দেশে কাযর্ক্রম চালিয়ে আসছে। উন্নত সেবার ও পণ্যের গুণগত মানের কারণে বিশ্বের এই ব্রান্ডের অবস্থান দ্বিতীয় স্থানে রয়েছে। চীনে এক নম্বর অবস্থানে রয়েছে এই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ওপ্ল এলইডি প্রতিষ্ঠানটির প্রধান কাযার্লয় চীনের সাংহাইয়ে। দুটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের মাধ্যমে সারাবিশ্বে এলইডি ও ট্রেডিশনাল লাইটিং, ল্যাম্পস ও সব ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সরবরাহ করে থাকে। সারা বিশ্বে প্রতিষ্ঠানটির ৪০ হাজার সেলস আউটলেট ও ৬ হাজার ব্র্যান্ড শপ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31346 and publish = 1 order by id desc limit 3' at line 1