বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কেনাকাটায় বøু কাডর্ অ্যাপসে মিলবে ডিসকাউন্ট

যাযাদি রিপোটর্
  ১৫ জুলাই ২০১৮, ০০:০০

কেনাকাটায় নিশ্চিত ডিসকাউন্ট সুবিধা দিতে বাজারে এলো বøু কাডর্। অ্যাপসভিত্তিক এই ডিসকাউন্ট কাডর্ ব্যবহার করে ক্রেতারা ঢাকার পঁাচশর বেশি ‘ফিক্সড প্রাইস’ (একদরের) আউটলেট থেকে পছন্দের পণ্য কিনতে পারবেন অন্তত ৫ থেকে ৩০ শতাংশ কম দামে।

শনিবার ঢাকা রিপোটার্সর্ ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন নিশ্চয়তা দেন বøু কাডের্র কো-ফাউন্ডার আলী ফিদা একরাম তোজো।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্রেতারা সব সময় ভাবেন পণ্য কিনে তিনি ঠকছেন! অন্যদিকে বিক্রেতা ভাবেন, ঠকছি তো আমি! বড় অঙ্কের অথর্ বিনিয়োগের পরও এত সামান্য লাভ টিকে থাকাই মুশকিল। ক্রেতা ও বিক্রেতার অসন্তুষ্টির এই জায়গাটাতে বøু কাডর্ অভিনব উদ্ভাবনী ক্ষমতা দেখিয়েছে। আমরা খুব কম সময়ে ঢাকা শহরের প্রতিটি এলাকায় ফ্যাশন শপ, রেস্টুরেস্ট, হসপিটাল, বিউটি পালার্র, জুয়েলাসর্, ফামেির্স, গ্রসারিশপ, লন্ড্রিসহ ৩১টি ক্যাটেগরির ৫০০ ফিক্সড প্রাইস দোকানের সঙ্গে চুক্তি করেছি। এই ৫০০ আউটলেটে কোনো ক্রেতা বøু কাডর্ দেখালে ডিসকাউন্ট পেয়ে থাকেন। ২০০ টাকা দিয়ে বøু কাডর্ কিনে গ্রাহকরা ১ বছর ধরে নিধাির্রত আউটলেট থেকে ডিসকাউন্ট পাবেন। মেয়াদ শেষে একশ টাকা দিয়ে পুনরায় এক বছরের এ সেবা রিনিউ করা যাবে।

কাডির্টর ব্যবহারিক দিক নিয়ে কথা বলেন হেড অব অপারেশনস একেএম আসাদুজ্জামান। তিনি বলেন, বøু কাডের্র সিকিউরিটি কোড আন্তজাির্তক মানের। মোবাইল ফোন থেকে ৬৯৬৯ নাম¦ারে মেসেজ পাঠিয়ে কাডির্ট অ্যাকটিভেট করতে হয়। কাডের্র সঙ্গে গ্রাহকদের একটি বুকলেট দেয়া হয়।

যাতে চুক্তিবদ্ধ ৫০০টি আউটলেটের নাম, পূণর্ ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং ডিসকাউন্টের পরিমাণ উল্লেখ করা থাকে। এ ছাড়া গুগল প্লে স্টোর থেকে বøু কাডের্র অ্যাপস ডাউনলোড করার সুযোগ রয়েছে। অ্যাপস আইকনে আঙুলের এক স্পশের্ই ভেসে উঠবে ঢাকা সিটির কোন কোন আউটলেটগুলোয় বøু কাডর্ ব্যবহার করে ডিসকাউন্ট পাওয়া যায়, তা। তিনি জানান, গ্রাহকের অবস্থান থেকে কত দূরে আউটলেটটি, যেতে কত সময় লাগবে, কত ডিসকাউন্ট পাবেন ইত্যাদি সব সুবিধার তথ্য অ্যাপসে পাওয়া যায়। আউটলেটে যাওয়ার সহজ রাস্তা বুঝতে চাইলে ‘শো ডিরেকশন’ অপশনে একটা স্পশর্ই যথেষ্ট। আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে বøু কাডর্ অ্যাপস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3483 and publish = 1 order by id desc limit 3' at line 1