বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৫০০ শিক্ষার্থীকে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি

যাযাদি রিপোর্ট
  ২৪ মার্চ ২০১৯, ০০:০০

দেশের বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। ২০১৮ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের এ বৃত্তি দেয়া হয়।

গতকার শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পর্যায়ে ছাত্র ১৬০ ও ছাত্রী রয়েছে ১৪০ জন। আর এইচএসসি পর্যায়ে ১২০ ছাত্র এবং ৮০ জন ছাত্রী রয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোলস্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে গভর্নর বলেন, দেশে দক্ষ জনশক্তি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষা। শিক্ষার সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। অসচ্ছলতার বিরুদ্ধে সংগ্রাম করে প্রত্যন্ত অঞ্চলের যেসব শিক্ষার্থী মেধার স্বাক্ষর রেখেছে তাদের পাশে দাঁড়াতে হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোলস্না বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যথাসাধ্য অবদান রাখছে এবং সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নানামুখী সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

দেশের তরুণ মেধাবীরা সৃজনশীল কাজ দিয়ে দেশ-বিদেশে সুনাম অর্জন করছে। এর ধারাবাহিকতা রক্ষায় শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়নে সরকারকে আরও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম বলেন, কার্যক্রম শুরুর প্রাক্কাল থেকেই শাহজালাল ইসলামী ব্যাংক আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে। বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং জাতীয় মৌলিক চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখতে শিক্ষা খাতের গুরুত্ব অনস্বীকার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42401 and publish = 1 order by id desc limit 3' at line 1