বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পণ্যের সমালোচনার অ্যাপ বানিয়েই বাজিমাত!

নতুনধারা
  ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০
ক্যামিলি হার্টস

'সেরাটা থেকে শিখো' বলে একটা বাজারি কথা প্রচলিত আছে- ক্যামিলি হার্টস মোটেই এমন অতিশয়োক্তি মানতে নারাজ। স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট প্রকৌশলী এ নারী তার ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাপলে চাকরি নিয়ে। তাও স্টিভ জবসের আমলে। এখন অবশ্য তার পরিচিতি এক বিলিয়নার হিসেবে। পণ্যের গুণগত মানের আলোচনা সমালোচনা করেই যিনি আজ এই খ্যাতির চূড়ায়।

হার্টস অ্যাপলের আইটিউন শুরুর দিকের একজন প্রোডাক্ট ম্যানেজার ছিলেন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কাজ করেছেন সেখানে। তার ভাষায়, 'যখন আমি কাজ শুরু করি তখন এটি ছিল (আইটিউন) সেরা আটের মিউজিক বিক্রেতা। যখন তা ছেড়ে আসি তখন এটি এক নম্বর অবস্থানে ছিল।' অবশ্য তার ক্যারিয়ারের গ্যালাক্সিতে এসে যোগ হয়েছে ইউটিউব, গুগল, যুক্তরাজ্যভিত্তিক ট্যাক্সি ভাড়ার অ্যাপ হাইলো। কিন্তু যবে থেকে উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছেন তবে থেকেই তিনি তার এই অতীত সামনে তেমন একটা আনতে চান না। উদ্যোক্তার পরিচিতিই তার কাছে বেশি গর্বের।

বর্তমানে ক্যামিলি হার্টস পণ্য আলোচনা সমালোচনার জনপ্রিয় অ্যাপ কিটের কো-ফাউন্ডার এবং নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে আছেন। এইতো গত নভেম্বরেই তিনি আর তার কো-ফাউন্ডার নাভিন সেলভাদুরাই কোম্পানির দ্রম্নতগামিতার জন্য আড়াই মিলিয়ন ডলারের পুঁজি সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণায় বিনিয়োগকারীরাও প্রায় হুমড়ি খেয়ে পড়েছিল। বিনিয়োগকারীদের তালিকাও বেশ দীর্ঘ। যেমন- সোস্যাল ক্যাপিটাল, প্রেকার্সার ভেঞ্চারস, স্স্ন্যাকের হেড অব প্রোডাক্ট এপ্রিল আন্ডারউড, রেডিটের সাবেক সিইও এলেন পাও, অথেনটিক ভেঞ্চারস, বস্নাক অ্যাঞ্জেল টেক ফান্ড এবং এক্সপার মতো বিশ্বের মারদাঙ্গা কোম্পানিগুলো। অথচ ২০১৫ সালের গোড়ার দিকে কিট যখন যাত্রা শুরু করে অনেক কষ্টেসৃষ্টে মাত্র একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের হাত ধরতে রাজি হয়েছিল।

অবশ্য কিটের সাফল্যের পর তার খ্যাতির তালিকাও দীর্ঘ হতে থাকে। ক্যামিলি হার্টস এখন আফ্রিকান-আমেরিকান প্রভাবশালী উদ্যোক্তাদের দিক থেকে বিশ্বের ১২তম। যিনি মাত্র ১ মিলিয়ন ডলারের বিনিয়োগে শুরু করেছিলেন তার পদযাত্রা। সম্প্রতি প্রজেক্ট ডিয়ানের এক গবেষণায় তাকে এমন মূল্যায়ন করা হয়েছে।

হার্টসের ভাষ্য, কিটের জন্য পাওয়া বিনিয়োগ কাজে লাগানো হবে এর সেবাকে আরও বিস্তৃত করার কাজে। এখন যদিও এই উদ্যোগ আয়ের পূর্ব ধারণা। এটিকে ইতোমধ্যে অ্যামাজন ডট কমের অ্যাফিলিয়েট কোডের মাধ্যমে অর্থ আয়ের মাধ্যম বানানো হয়েছে।

কিটের প্রাপ্তির তালিকায় কিছু ভালো আর উঁচু মাপের মানুষের স্বীকৃতি রয়েছে। এর মধ্যে রয়েছে লেখক টিম পেরিস এবং ইউটিউবের তারকা নেস্তাত। তারা ইতোমধ্যে নিজ নিজ জায়গা থেকে কিটের প্রশংসা করে যাচ্ছেন। এর বাইরেও বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন হার্টসের দিকে। তাদের অনুপ্রেরণার অংশ হিসেবে কিট ইতোমধ্যে অ্যামাজন ডট কমের অ্যালেক্সা বুট ও টুইটারের সঙ্গে একত্রে কাজ করার চুক্তি করেছে। ফলে কিটের গ্রাহকরা তাদের যেকোনো পণ্যের ব্যাপারে তাদের সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন।

\হ

সূত্র : ফোর্বস ম্যাগাজিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<44343 and publish = 1 order by id desc limit 3' at line 1