বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনআরবিসি ও রাশিয়ার ত্রিয়েস্ত রসএসপেয়েটসএনেরগোমন্টাশ চুক্তি

নতুনধারা
  ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

এখন থেকে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার পস্নান্ট প্রজেক্টের জেনারেল কন্ট্রাক্টর ত্রিয়েস্ত রসএসপেয়েটসএনেরগোমন্টাশ লিমিটেড ট্রেড কর্পোরেশন, রাশিয়া-(ঞৎবংঃ জড়ংংঢ়বঃংবহবৎমড়সড়হঃধুয খরসরঃবফ ঞৎধফব ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ, জঁংংরধ)কে সব ধরনের ব্যাংকিং সেবা দেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত ১৬ এপ্রিল ব্যাংকের রূপপুর শাখায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ এবং ত্রিয়েস্ত রসএসপেয়েটসএনেরগোমন্টাশ লিমিটেড ট্রেড কর্পোরেশনের পিআরবি শাখা পরিচালক গিওরগি পেরেজোরগিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রূপপুর শাখা ব্যবস্থাপক রাশেদুল আলম, ত্রিয়েস্ত রসএসপেয়েটসএনেরগোমন্টাশের রূপপুর শাখার প্রধান হিসাবরক্ষক মিসেস ক্রাভাচেনকো এ.ভি, বেলারুশ শাখার প্রধান হিসাবরক্ষক মিসেস রাভাভায়া ই.জি, কর্পোরেশনের রূপপুর শাখার প্রধান বিশেষজ্ঞ ভেলোভিচ ভি.ই, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মিসেস বাইতকো ও.ভিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46190 and publish = 1 order by id desc limit 3' at line 1