বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
আইএফসি-ইআরএফের কর্মশালা

কর্মসংস্থান সহায়ক প্রবৃদ্ধিতে জোর দেয়ার পরামর্শ

যাযাদি রিপোর্ট
  ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০
আপডেট  : ২৩ এপ্রিল ২০১৯, ০০:১৮
রোববার রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফের নিজস্ব কার্যালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) কর্মশালার আয়োজন করা হয়

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, কর্মসংস্থান ওইভাবে বাড়ছে না। ফলে আগামীতে কর্মসংস্থান সহায়ক প্রবৃদ্ধিতে জোর দিতে হবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রোববার রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। কর্মশালার বিষয়বস্তু ছিল ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড বাংলাদেশ।

ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএফসির সিনিয়র ইকোনমিস্ট ড. মাসরুর রিয়াজ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম, বিশ্ব ব্যাংকের বেসরকারি খাত বিশেষজ্ঞ নুসরাত নাহিদ ববি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস মর্ডানাইজেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের ফার্স্ট সেক্রেটারি মো. গিয়াস কামাল ও ইউকে এইডের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যাডভাইজর মুশফিক ইবনে আকবর।

অনুষ্ঠানে জানানো হয়, কর্মশালাটি আগামীতে আরও কয়েকটি পর্বে চলবে। দ্বিতীয় পর্বের বিষয় থাকবে দেশের বাণিজ্যনীতি। এছাড়া অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে এই কর্মশালায়।

কর্মশালায় ড. মাসরুর রিয়াজ বলেন, 'বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের (জনসংখ্যার বোনাসকাল) মধ্যদিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতি বছর বাংলাদেশে ২০ লাখ শ্রমবাজারে আসছে। কিন্তু, ওইভাবে কর্মসংস্থান বাড়ছে না। ফলে কর্মসংস্থান তৈরি হয় এই ধরনের শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগ নিতে হবে। প্রতি বছর ১ থেকে ২ বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসছে, কিন্তু এর অধিকাংশই পুনর্বিনিয়োগ। কিন্তু নতুন বিনিয়োগ আসছে না। রপ্তানি বেড়েছে, কিন্তু বাংলাদেশের মতো জনসংখ্যার দেশে রপ্তনি আরও বাড়ানো জরুরি।'

খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান বলেন, 'কাস্টমস থেকে কত সহজে পণ্য খালাস করা যায়, সে ব্যাপারে চেষ্টা চলছে। আমাদের প্রত্যাশা দ্রম্নতই একাজে সফলতা আসবে।'

আবুল কাশেম বলেন, 'সহজে ব্যবসা করার সূচকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের ইজ অব ডুইং বিজনেস রিপোর্টে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬।'

অনুষ্ঠানে জানানো হয়, পাশের দেশগুলোর মধ্যে বন্দরের জটিলতায় সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশে আমদানি করা পণ্য কাস্টমসে খালাস করতে ৩৬০ ঘণ্টা সময় লাগে। আর রপ্তানি করা পণ্য জাহাজীকরণে সময় লাগে ৩১৫ ঘণ্টা। কিন্তু, দক্ষিণ কোরিয়ায় আমদানি পণ্য ৭ ঘণ্টা এবং রপ্তানি পণ্য জাহাজীকরণে মাত্র ১৪ ঘণ্টা সময় লাগে। ভিয়েতনামে আমদানি ১৩২ এবং রপ্তানিতে ১০৫ ঘণ্টা সময় লাগে।

সাইফ ইসলাম দিলাল বলেন, সদস্যদের দক্ষতা বাড়াতে ইআরএফের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

রাশিদুল ইসলাম বলেন, বর্তমানে বিশ্ব বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, বাংলাদেশের মোট অর্থনীতির বড় অংশই বিশ্ব বাণিজ্যের সঙ্গে জড়িত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46483 and publish = 1 order by id desc limit 3' at line 1