শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শেষ

যাযাদি রিপোর্ট
  ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

টানা কয়েক দিন দরপতনের পর ?ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়েছে। আপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০২ পয়েন্ট।

বাজারে টানা দরপতনের মধ্যে সোমবার পুঁজিবাজার 'ঠিকই আছে' অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এমন দাবির পর মঙ্গলবার বড় দরপতন হয়। ওই দিন ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমেছিল। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছছিল ১৮৫ পয়েন্ট। পরে দিন বুধবারও ডিএসইএক্স ২০ পয়েন্ট পড়ে যায়। সিএএসপিআই কমে ৭৭ পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক ২৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৬ দশমিক ১৭ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৪ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৩ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৮২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৩৩২ কোটি ৮৪ লাখ টাকা।

৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

বৃহস্পতিবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৪৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৮ কোটি টাকার শেয়ার। বুধবারে এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৬৬ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46864 and publish = 1 order by id desc limit 3' at line 1