শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারি শেয়ারের বিপরীতে ৪৮২ কোটি টাকা চায় আইএফআইসি

যাযাদি রিপোর্ট
  ১১ মে ২০১৯, ০০:০০

বেসরকারি আইএফআইসি ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে ব্যাংকটির সরকারি মালিকানা শেয়ারের বিপরীতে ৪৮২ কোটি ২৫ লাখ টাকা চেয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামকে এক চিঠি দিয়ে এ অর্থ জমা দেয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

আগামী ২৯ জুন আইএফআইসি ব্যাংকের বার্ষিক জেনারেল মিটিংয়ে (এজিএম) বিষয়টি অনুমোদন করা হবে। এই জন্য অতি দ্রম্নত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

আইএফআইসির এমডির চিঠিতে বলা হয়েছে, ব্যাসেল-৩ অনুসারে দেশের বাণিজ্যিক ব্যাংকের মূলধনের ১২ দশমিক ৫০ শতাংশ মোট ঝুঁকি ভারিত পুঁজি (রিস্ক ওয়েটেড ক্যাপিটাল) হিসেবে দেখাতে হবে। ২০১৯ সালের প্রথম তিন মাসেই রেগুলেটরি ক্যাপিটাল বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩০৮ কোটি টাকা। যার ১২ দশমিক ৬৬ শতাংশ ঝুঁকি ভারিত পুঁজি হিসেবে দেখাতে হবে। তবে বাড়তি শূন্য দশমিক ১৬ শতাংশ বা ৭০ কোটি টাকা সাবঅর্ডিনেট বন্ড হিসেবে দেখানো হয়েছে। এখন যদি আইএফআইসি ব্যাংকের মোট ক্যাপিটাল না বাড়ানো হয়, তবে বাংলাদেশ ব্যাংক আইন ও ব্যাসেল-৩ মানতে হলে আইএফআইসি ব্যাংক আরও ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছিল আইএফআইসি ব্যাংক লিমিটেড। বার্ষিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য আগামী ২৯ জুন বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

সমাপ্ত হিসাব বছরে আইএফআইসি ব্যাংকের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল এক টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৯ পয়সা, এক বছর আগে যা ছিল ১৬ টাকা ৫১ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহে আইএফআইসি ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ১০ টাকা ৪০ পয়সা। সমাপনী দরও ছিল ১০ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১০ টাকা ২০ পয়সা থেকে ১৬ টাকা ৪০ পয়সার মধ্যে উঠা-নামা করে।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন এক হাজার ৩৩৮ কোটি ৭৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৮৭১ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৭৩৫টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে আট দশমিক ৩৩ শতাংশ শেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<48910 and publish = 1 order by id desc limit 3' at line 1