logo
শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ২২ মে ২০১৯, ০০:০০  

বিড়ি ভোক্তাদের বিক্ষোভ, কর প্রত্যাহারের দাবি

বিড়ির ওপর কর প্রত্যাহার ও বিড়িকে কুটির শিল্প ঘোষণার দাবিতে দেশজুড়ের্ যালি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিড়ি ভোক্তারা। সোমবার চট্টগ্রাম, ফেনী, কিশোরগঞ্জসহ দেশের কয়েকটি অঞ্চলে মানববন্ধন করে তারা। এসময় ভোক্তারা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে সমাবেত হয়।

জানা যায়, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য আফসারুল আমিন এমপির বাসভবনের সামনে মানববন্ধন করে বিড়ি ভোক্তারা। জাফর হাসান এর সভাপতিত্বে মানববন্ধনে কয়েকশ' ভোক্তা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে তারা বিড়ির উপর সম্পূর্ণ কর প্রত্যাহারের দাবি জানান।

একইসময় ফেনী বিড়ি ভোক্তা পক্ষ ও বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সংসদ সদস্য নিজাম হাজারীর বাস ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া বিকাল ৩টায় কিশোরগঞ্জ ৫ আসনের এমপি আফজাল হোসেন এর বাস ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এর আগে মঙ্গলবার যশোর মানববন্ধন করে বিড়ি ভোক্তারা। এসময় তারা ঘণ্টব্যাপী সড়ক অবরোধ করে রাখে। মানববন্ধন থেকে বক্তারা বলেন, 'বিড়ির ওপর সম্পূর্ণ কর প্রত্যাহার করে করতে হবে। ভারতের ন্যায় বিড়িকে কুটির শিল্প ঘোষণা করতে হবে। কম মূল্যে বিড়ি ধূমপান করতে দিতে হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে