বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন বেড়েছে ২২ দশমিক ৬৮ শতাংশ

যাযাদি রিপোর্ট
  ২৫ মে ২০১৯, ০০:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ২২ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ ১ হাজার ৫৪ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৬১ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ৮৩৩ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৩১ কোটি ৫০ লাখ ২১ হাজার ২২১ টাকা। গেলে সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে 'এ' ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮৭ দশমিক ৫১ শতাংশ। 'এ' ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৫৬৯ কোটি ৫ লাখ ৩৪ হাজার ৪৮৪ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৩০ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৮৩৩ টাকা। লেনদেনে গেলো সপ্তাহে 'বি' ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহণ ছিল ৭ দশমিক ৪৬ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ১৩৩ কোটি ৬৯ লাখ ৭৬ হাজার ৬৩৯ টাকা, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১৪৫ কোটি ৭৬ লাখ ১৫

হাজার টাকা।

সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে 'এন' ক্যাটাগরির অংশগ্রহণ ছিল ২ দশমিক ৬৫ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪৯ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেল সপ্তাহে 'জেড' ক্যাটাগরির দখলে ছিল ২ দশমিক ৩৯ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৩৪ টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ১৩ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা।

এদিকে, গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। আলোচ্য সময়ে ৩৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭১টি, কমেছে ১৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার দর।

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্সু্যরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৯ দশমিক ৩৩ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৭২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ১৯ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩ লাখ ১৫ হাজার ৪ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবি। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৩ কোটি ৯০ লাখ ৬১ হাজার ৪৩২ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭৮ লাখ ১২ হাজার ২৮৬ টাকা।

আল-আরাফা ইসলামি ব্যাংক লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ২১৩ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৩ লাখ ৪৪ হাজার ৬৪৩ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্স, সোস্যাল ইসলামি ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার, ডাচ্‌-বাংলা ব্যাংক, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ও এক্সিম ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50941 and publish = 1 order by id desc limit 3' at line 1